মৃণালকান্তি সরকার, বিধাননগর: শুরু হল ৪৮ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা (Book Fair)। মঙ্গলবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। উদ্বোধনের পরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘বই আমাদের প্রেরণা। বই আমাদের দিশা। বইমেলা (Book Fair) আমাদের গর্ব। বইমেলা দেশের সেরা।’

সেইসঙ্গে মমতা আরও জানান, ‘ডিজিটাল যুগেও কমেনি বইমেলার জনপ্রিয়তা। ২০২৪ সালে বইমেলায় ৩০ কোটি বেশি ব্যবসা হয়েছে।
https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
২৭ লক্ষ মানুষ বইমেলায় এসেছিলেন। এবার আশা করি, তার চেয়ে বেশি বই বিক্রি হবে। আরও বেশি মানুষ আসবেন। আগের মত অস্থায়ী নয় বরং এখন স্থায়ী বইমেলা প্রাঙ্গণ রয়েছে।’ একথায় বলা যায়, এদিন সবাইকে বই পড়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির রাষ্ট্রদূত ডক্টর ফিলিপ আকারমান সহ বিশিষ্ট অতিথিরা। এ বছরে বইমেলার থিম দেশ জার্মানি। সেই সঙ্গে এবার থাকছে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, স্কিন, পেরু, আর্জেন্টিনা সহ বেশ কিছু দেশের পাবলিশার্সরা।
https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
তবে এই বছর বইমেলা প্রাঙ্গণের গেট গুলির নামকরণ করা হয়েছে বিশিষ্ট ব্যক্তিবর্গের নামে। যেখানে থাকছে সলিল চৌধুরী ঋত্বিক ঘটক গেট, গোয়েটে গেট, ম্যাক্স মুলার গেট, বিশ্ব বাংলা গেট এবং জীবনানন্দ নজরুল গেট। সেই সঙ্গে বই মেলার বিভিন্ন সরণির নাম জার্মানি ব্যক্তিবর্গের নামে করা হয়েছে। যেমন রিলকে, ব্রেকট, কাফকা, মুলার। তবে এই বছর মেলায় নেই বাংলাদেশের কোন বইয়ের স্টল। দুই দেশের মধ্যে বর্তমান সম্পর্ক ও পরিস্থিতির কথা মাথায় রেখেই এ বছর তাদের সাথে কোন কোন যোগাযোগ স্থাপন করা হয়নি।

প্রসঙ্গত, এবারের বইমেলায় মোট ১০৫০টি স্টল থাকবে। গত বছরেও একই ছিল। ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থা থাকছে। মেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিধাননগর পুলিশ কমিশনারেট, দমকল বিভাগ এবং অন্যান্য প্রশাসনিক সংস্থার সঙ্গে আলোচনা করা হয়েছে।