নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- 2024-25 অর্থবর্ষে কলকাতা পৌর সংস্থার (Kolkata Municipal Corporation) আনুমানিক 112 কোটি টাকা ঘাটতি বাজেট পেশ করেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। এবার আবার 2025-26 অর্থবর্ষে কলকাতা পৌর সংস্থার (Kolkata Municipal Corporation) বাজেট পেশ করতে চলেছেন মেয়র ফিরহাদ হাকিম। প্রসঙ্গত রাজ্য বিধান সভার বাজেটের পরেই আগামী 21 ফেব্রুয়ারী শুক্রবার 24 ফেব্রুয়ারী সোমবার এবং 25 ফেব্রুয়ারী মঙ্গলবার তিন দিন চলবে বাজেট অধিবেশন। মাঝে শনিবার ও রবিবার পড়ে যাওয়ার কারণে সোমবার এবং মঙ্গলবার বাজেট অধিবেশন থাকছে বলে কলকাতা পুরসভা সূত্রের খবর। উল্লেখ্য, গতবার বাজেটেও পরম্পরাগত ভাবে ঘাটতি বাজেট পেশ করেন মেয়র ফিরহাদ হাকিম। এবারেও তার ব্যতিক্রম ঘটবে না বলেই মনে করছেন সকলেই।
সাধারণত কলকাতা পৌর-সংস্থার ঘাটতি বাজেটের পূর্ণবৃত্তি ঘটেই থাকে। তবে এবারের 2025-26 আর্থিক বছরে পৌর বাজেট যে ঘাটতিই হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার যে কলকাতা পৌর-সংস্থার ঘাটতি কে কত টা আবৃত করতে পারবে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন তৃণমূল বোর্ড। কী থাকবে এবারের বাজেটে? ট্যাক্সে ছাড় নাকি অ্যাসেসমেন্ট ক্ষেত্রে বাড়তি সুবিধা, নাকি নতুন পরিষেবার ঘোষণা ? বাণিজ্যিক ক্ষেত্রে জলের উপরে বাড়তি কর, নাকি আমিউসমেন্ট ট্যাক্স এবং ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি না হ্রাস করা হতে পারে ? আদৌ কি প্রবীণ নাগরিকদের বাড়তি সুবিধা, নাকি পৌর স্কুলগুলির জন্য বাড়তি বরাদ্দ? কোন খাতায় কত বরাদ্দ করা হতে পারে। তার একটা আনুমানিক চিত্র বিগত 2024-25 অর্থবর্ষের স্থির লক্ষ্যমাত্রা দেখেই অনুমান করা যেতে পরে। যেমন 2024-25 অর্থবর্ষে পৌর-সংস্থার আনুমানিক আয়ের লক্ষ্যমাত্রা ছিল 5058 কোটি 52 লক্ষ টাকা।
আনুমানিক ব্যয়ের পরিমাণ ছিল 5166 কোটি 52 লক্ষ টাকা। ফলে ঘাটতি ছিল প্রায় 112 কোটি টাকা। গতবারের বাজেটের পেশের পর মেয়র ফিরহাদ হাকিম দাবি করেছিলেন যে বাজেটে ঘাটতি প্রায় 2 হাজার কোটি টাকা ছিল। সেটা নির্মূল করে 112 কোটি টাকা ঘাটতিতে এসে ঠেকেছে। গতবার বাজেটের 700 কোটি টাকার প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল। যার মধ্যে বিভিন্ন জল প্রকল্প থেকে নিয়ে বুস্টার পাম্পিং স্টেশনের সহ একাধিক নিকাশি ব্যবস্থা, শিক্ষা ক্ষেত্রে এবং সামাজিক কল্যাণ প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছিল। গতবার কর আদায়ের ক্ষেত্রে কলকাতা পৌর-সংস্থা বাড়ি বাড়ি গিয়ে প্রায় 650 কোটি টাকা কর আদায় করতে সক্ষম হয়েছিল। ফলে 2024-25 অর্থবর্ষের ছোঁয়া কি এবারের 2025-26 অর্থবর্ষে বাজেটেও দেখা মিলবে নাকি এই বাজেট থেকে কোন নতুন দিশা দেখাতে পারবে কলকাতা পৌর সংস্থা সেই দিকে নজর থাকবে সকলের।
কলকাতা পৌর সংস্থার সূত্রের খবর আগামী 21 ফেব্রুয়ারী শুক্রবার কলকাতা পৌর সংস্থার 2025-26 অর্থবর্ষে বাজেট পেশ করবেন। তার পরে শনিবার ও রবিবার ছুটি থাকার কারণে সোমবার 24 ফেব্রুয়ারী বাজেটের উপরে আলোচনা হবে। যেখনে নতুন বাজেট নিয়ে শাসক ও বিরোধী পক্ষের কাউন্সিলররা আলোচনা করবে। তাঁদের বাজেটের উপরে মতামত পেশ করবেন। তার পরে আগামী 25 ফেব্রুয়ারি বাজেটের উপরে জবাবি ভাষণ দেবেন কলকাতা পৌর সংস্থার মেয়র ফিরহাদ হাকিম। তার পরেই শেষ হবে 2025-26 অর্থ বর্ষের বাজেট অধিবেশন। তাই শাসক থেকে বিরোধী সকলেই প্রস্তুত আগামী ২১ ফেব্রুয়ারীর জন্য।