নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- কুম্ভ মেলার (Kumbh Mela) পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার। উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে নবান্ন। দিল্লীর অফিস অফ রেসিডেন্ট কমিশনারকে নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়াগ-বিপর্যয়ের ঘটনায় বাংলার কেউ আটকে আছেন কিনা, সে বিষয়ে খতিয়ে খোঁজ খবর নিতে। উত্তর প্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে তাঁকে।
https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/
সূত্রের খবর, সেই নির্দেশ পাওয়ার পর দিল্লীর রেসিডেন্ট কমিশনারের দফতর থেকে এক প্রতিনিধি দল প্রয়াগ রাজে যাচ্ছে। এখনও পর্যন্ত যেটুকু খবর তাতে শহর কলকাতার একজন সহ উত্তরবঙ্গের দুইজন এই ঘটনার কবলে পড়েছেন যার মধ্যে একজন মৃত যিনি কলকাতার ৯৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মহাকুম্ভে (Kumbh Mela) পুণ্যস্নানে গিয়ে প্রাণ হারালেন কলকাতা পুরসভার ৯৫ নম্বর ওয়ার্ডের অশ্বিনী নগরের বাসিন্দা বাসন্তী পোদ্দার। পরিবারের সদস্যদের সঙ্গে প্রয়াগরাজে গিয়েছিলেন তিনি। ছেলে সুরজিৎ পোদ্দার জানান, মঙ্গলবার গভীর রাতে মৌনী অমাবস্যা উপলক্ষে ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নানের জন্য রওনা দেন তাঁরা। রাত ১টা থেকে দেড়টার মধ্যে বিশাল ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে পড়ে।
https://www.facebook.com/share/p/14ntxvWaWn/
হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে আহত হন বাসন্তী পোদ্দার। অভিযোগ, প্রায় দেড় ঘন্টা পর সেখানে অ্যাম্বুল্যান্স পৌঁছায়। পরিবারের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার যথেষ্ট অভাব ছিল, প্রশাসনের গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে মৃতদেহ ধানবাদে রয়েছে এবং শীঘ্রই তা কলকাতায় আনা হবে। এই ঘটনার পরেই কুম্ভ মেলায় বড় রদবদল করেছে উত্তর প্রদেশ সরকার। নতুন নির্দেশিকা অনুযায়ী, ভীড় নিয়ন্ত্রণে মেলা চত্বরে যানবাহন প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, বাতিল করা হয়েছে VVIP পাসও। এই মর্মান্তিক দুর্ঘটনা প্রশ্ন তুলেছে মহাকুম্ভের নিরাপত্তা ব্যবস্থার উপর।