Partha Chatterjee: জামিন মিলল না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থের

breakingnews অপরাধ কলকাতা রাজনীতি রাজ্য শহর শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আলিপুর আদালতে আজও জামিন পেলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । এদিন সিবিআইয়ের আইনজীবী ওয়াসিম আকরাম খান আদালতে চার্জশিটের কপি জমা দিতে পারেনি। এদিন সিবিআইয়ের আইনজীবী এখনও পর্যন্ত তৈরি হওয়া তিনটি চার্জশিটের কপি জমা দেওয়ার জন্য সময় চান এবং দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত যে যে তথ্যের ওপর নির্ভর করে তাঁরা চার্জশিট তৈরি করেছেন সেই সব তথ্য এবং যে সব তথ্যের ওপর তাঁরা নির্ভর করেননি, সেই সব তথ্য তালিকা জমা দেওয়ার জন্য আদালতের কাছে সময় চেয়ে নেন পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আইনজীবী।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/26/sajna-danta-recipes-bengali/

একই সঙ্গে আদালতে এদিন সব পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে ডিজিটাল এভিডেন্স ডাউনলোড করার অনুমতি চান সিবিআইয়ের আইনজীবী। বিচারক অনুমতি দেওয়ার পর ওই সমস্ত ডিজিটাল এভিডেন্স এদিন ডাউনলোড করা হয়। আদালতের নির্দেশ অনুযায়ী এই মামলার পরবর্তী শুনানি ১৪ ফেব্রুয়ারি হবে। ওই দিন চার্জশিটের কপি এবং তার সঙ্গে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পর্যন্ত আরইউডি এবং নন আরইউডি’র তালিকা পেনড্রাইভে করে জমা দিতে হবে সিবিআইকে।

এর আগে গুরুতর অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় এখনও তিনি জেল হেফাজতে। সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়ার পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে রাখা হয়েছিল। কিন্তু পার্থ আদালতের কাছে আবেদন জানান বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর জন্য। আদালত সেই আর্জি অনুমোদন করে। যদিও শর্ত দেয়, সেই চিকিৎসার ব্যয় বহন করতে হবে পার্থকেই। তাতে রাজি হন প্রাক্তন মন্ত্রী। মঙ্গলবার রাতে প্রাক্তন মন্ত্রীকে বাইপাসের ধারে আরএন টেগোর হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে।