Budget 2025: দাম বাড়লো না কিছুরই

Budget 2025 দেশ

নিউজ পোল ব্যুরোঃ- অনেক বছর পর এবার বাজেটে (Budget 2025) দাম বাড়ার তালিকায় নেই কোনোকিছুই। সাম্প্রতিক অতীতে শেষ কবে মূল্যবৃদ্ধি হয়েছে তা সঠিক ভাবে বলতে পারেননি অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। গোটা বিশ্বের প্রথম সারির অর্থনীতিতে আজ ভারতের স্থান। সেখান থেকেই ধীরে সুস্থে পা ফেলেই ভবিষ্যতে দেশকে আরও উন্নততর জায়গায় নিয়ে যেতে বদ্ধপরিকর কেন্দ্রের সরকার, শনিবার এমনটাই বক্তব্য পেশ করলেন দেশের অর্থমন্ত্রী।

শনিবার বেলা ১১টা বাজতেই সংসদের লোকসভা অধিবেশন কক্ষে অধ্যক্ষ ওম বিড়লা আহ্বান জানান অর্থমন্ত্রীকে ২০২৫ সালের বাজেট পেশ (Budget 2025) করার জন্য। এরপরই তুমুল হট্টগোল শুরু হয় সংসদে। কুম্ভমেলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখতে শুরু করে বিরোধীরা অধিবেশন কক্ষেই, এরপরে অনেকেই ওয়াকআউট করেন অধিবেশন কক্ষ থেকে। যদিও লোকসভার অধ্যক্ষ জানিয়ে দেন বাজেট পেশ করার সময় কোনোরকম হট্টগোল বরদাস্ত করা হবে না। আর এরপরই সকলের উদ্দেশ্যে করজোড়ে নমস্কার করে বাজেট বক্তৃতা করতে শুরু করেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে একের পর এক ঘোষণা বিভিন্ন প্রকল্পকে ঘিরে করতে থাকেন যদিও এদিন বাজেট পেশের অনেক আগেই বাণিজ্যিক গ্যাসের দাম কমার কথা ঘোষণা করা হয়েছিল আর এখান থেকেই সকলেই আশার আলো দেখতে শুরু করেছিলেন। খুব স্বাভাবিকভাবেই বাজেট ভাষণ শেষ হওয়ার আগে পর্যন্ত কেবলমাত্র শুধু শোনা গিয়েছিল দাম কমার কথা, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও এদিনের বাজেটে কোনকিছুতে দাম বাড়ার কথা একবারের জন্যও উচ্চারণ হয়নি অর্থমন্ত্রীর মুখে। কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর নতুন করে আর হয়না রেলের বাজেট। সাধারণ বাজেটের সঙ্গে একসঙ্গেই রেলের বাজেটকে পেশ করা হয়, যদিও কেন্দ্রে তৃতীয়বার ক্ষমতায় আসার পর অষ্টমবার বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রীর মুখে শোনা গেল না ভারতীয় রেল সম্পর্কে কোনো কথাই। খুব স্বাভাবিকভাবেই তাই পরিষেবার ক্ষেত্রে হয়তো ভারতীয় রেল এগিয়ে গেলেও নতুন করে আর ভাড়ার মূল্যবৃদ্ধি হচ্ছে না। হয়তো সেকারণেই এবারের বাজেটে শোনা গেল না ভারতীয় রেল নিয়ে কোনো কথা।

বাজেট মানেই মানুষের কাছে একটা ধারণা এতদিন ছিল কিছু ক্ষেত্রে দাম বাড়বে আর কিছু ক্ষেত্রে দাম কমবে, আর এটাই যেন চিরাচরিত একটা রীতি হয়ে এসেছিল, কিন্তু এবার অষ্টমবার দেশের অর্থমন্ত্রী বাজেট পেশ করতে গিয়ে পরিষ্কার বুঝিয়ে দিলেন অতীতের বদ্ধ ধারণাকে ভেঙে নতুনের দিকে এগোতে চাইছে দেশ তাই মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি থেকে আয়করে ব্যাপক ছাড় দেওয়ার কথা ঘোষণা করেই বাজিমাত করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।