নিউজ পোল ব্যুরো:- আসামের গুয়াহাটিতে পর্ণগ্রাফি তৈরীর অভিযোগে এক বাংলাদেশী তরুণী সহ তিনজনকে গ্রেফতার Arrested করেছে পুলিশ। সোমবার গুয়াহাটি পুলিশের একটি বিশেষ দল শহরের সুপার মার্কেট এলাকার এক হোটেল থেকে তাঁদের আটক করে। ধৃতদের Arrested মধ্যে দুইজন স্থানীয় বাসিন্দা এবং একজন বাংলাদেশী নাগরিক।
আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!
সূত্রের খবর, দিসপুর থানার নেতৃত্বে গোপন সূত্রে খবর পেয়ে ওই হোটেলে অভিযান চালানো হয়। অভিযানে ধৃতদের হাতেনাতে ধরে ফেলে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে শফিকুল ও জাহাঙ্গীর যাঁরা অসমের বাসিন্দা। এছাড়া, বাংলাদেশী তরুণী মীন আখতারকেও গ্রেফতার করা হয়েছে যাঁর বয়স মাত্র ২২ বছর। পুলিশি তদন্তে উঠে এসেছে, মীন আখতার বৈধ ভিসা বা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। এরপর আসামের গুয়াহাটিতে এসে ওঠেন। অভিযানকালে পুলিশ হোটেলের ঘর থেকে বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে যা দেখে ধারণা করা হচ্ছে সেখানে পর্ণগ্রাফি তৈরীর পরিকল্পনা করা হয়েছিল। যদিও এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে আসাম পুলিশ।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I
পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে কোনো বড় চক্র জড়িত থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পান্ডাদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বর্তমানে তিনজনকেই পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে আশ্বাস দিয়েছে আসাম পুলিশ।