RG Kar: হাইকোর্টে মামলা ফেরাতে আবেদন নির্যাতিতার বাবা-মার

কলকাতা দেশ শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- আর জি করের (RG Kar) মামলা ফিরুক কলকতা হাইকোর্টে,এমনই আবেদন করলেন নির্যাতিতার বাবা-মা। সুপ্রিম কোর্টে করা হয়েছে আবেদন। এবার কি তবে হাইকোর্টে আর্জি মা বাবার। আর জি করের (RG Kar) ঘটনায় নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে,সেখানে মামলা ফেরানোর জন্য বলা হয়েছে,যাতে কলকাতা হাইকোর্টে এই মামলাটি পাঠানো হয় কলকাতা হাই কোর্টে তার আবেদন জানানো হয়েছে। আবেদনে আরও দাবি নতুন করে সিবিআইকে তদন্তের নির্দেশ দিক আদালত। দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের প্রস্তুতি নির্যাতিতার পরিবারের আইনজীবীর।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/P29UjdiL1dw?si=X9tLLJp6AZAGoS8I

উল্লেখ্য, নির্যাতিতার পরিবারের পূর্বের দায়ের করা আবেদন প্রত্যাহার করা হয়েছিল। প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল নতুন করে আবেদন জানাতে পারবে নির্যাতিতার পরিবার।

আরও পড়ুন: Excessive Yawning Causes: আপনার বেশি হাই ওঠা স্বাভাবিক নাও হতে পারে! সতর্ক থাকুন!

গত বুধবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের  বেঞ্চ আরজি কর ইস্যুতে নির্যাতিতার পরিবারের আবেদন শোনে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, যেহেতু ইতিমধ্যেই এই মামলায় একটি রায় হয়েছে, তাই নির্যাতিতার পরিবারকে নতুন করে আবেদন করতে হবে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, “আপনাদের আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত। আদালতে আজ যা-ই বলা হোক, সেটার সুদূরপ্রসারী প্রভাব পড়বে।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক:  https://www.facebook.com/share/p/1BH1X3DtfC/

নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী আদালতে বলেন, সেটা আমরাআমরা সেটা জানি। কিন্তু সময়ের বিষয়টি মাথায় রাখতে হবে। রায় ঘোষণার আগেই এই আবেদন করা হয়েছিল।” আদালত জানিয়ে দেয়, সেটা জানিয়েই নতুন করে মামলা করতে হবে নির্যাতিতার পরিবারকে।

দ্রুত শুনানির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণের প্রস্তুতি নির্যাতিতার পরিবারের আইনজীবীর।

নির্যাতিতার পরিবারের আইনজীবী করুণা নন্দী আদালতে বলেন, সেটা আমরাআমরা সেটা জানি। কিন্তু সময়ের বিষয়টি মাথায় রাখতে হবে। রায় ঘোষণার আগেই এই আবেদন করা হয়েছিল।” আদালত জানিয়ে দেয়, সেটা জানিয়েই নতুন করে মামলা করতে হবে নির্যাতিতার পরিবারকে।