নিউজ পোল ব্যুরো: খাদ্যে বিষক্রিয়ার ঘটনা নতুন নয়। তবে তা যখন একসঙ্গে শতাধিক মানুষের ওপর প্রভাব ফেলে তখন বিষয়টি উদ্বেগজনক হয়ে ওঠে। মঙ্গলবার এমনই এক ভয়াবহ ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের (Maharashtra) কোলহাপুর জেলার এক গ্রামে। সেখানকার (Maharashtra) একটি মেলায় প্রসাদ হিসেবে দেওয়া ক্ষীর খেয়ে আড়াইশোরও বেশি মানুষ অসুস্থ হয়ে পড়েন। মূলত খাদ্যে বিষক্রিয়ার কারণেই এই বিপত্তি বলে মনে করা হয়েছে।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
মঙ্গলবার কোলহাপুর জেলার শিবনাকওয়াড়ি গ্রামে একটি মেলার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় ক্ষীর। মেলায় আসা বহু মানুষ সেই প্রসাদ গ্রহণ করেন। কিন্তু ক্ষীর খাওয়ার কিছুক্ষনের মধ্যেই অনেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন। ডায়রিয়া, বমি এবং জ্বরের উপসর্গ নিয়ে একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়েন। সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ২৫৫ জন অসুস্থ হয়েছেন। তাঁদের মধ্যে ৫০ জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতালে ভর্তি থাকা সকলেই আপাতত স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক।
আরও পড়ুন: Shah Rukh-Gauri: শাহরুখ-গৌরীর প্রেমকাহিনির অজানা দিক
যদিও অধিকাংশ অসুস্থ ব্যক্তিই ক্ষীর খেয়েছিলেন, তবে মেলায় অন্যান্য খাবারের স্টলও ছিল। ফলে শুধুমাত্র ক্ষীর থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে কি না, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে প্রশাসন। সন্দেহজনক খাবারের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অফিসিয়াল রিপোর্ট এলেই জানা যাবে ক্ষীরে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না, নাকি অন্য কোনো খাবারের মাধ্যমে এই অসুস্থতা ছড়িয়েছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/1A1wpHjhAu/
যদিও অধিকাংশ অসুস্থ ব্যক্তিই ক্ষীর খেয়েছিলেন, তবে মেলায় অন্যান্য খাবারের স্টলও ছিল। ফলে শুধুমাত্র ক্ষীর থেকেই বিষক্রিয়া ছড়িয়েছে কি না, তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে প্রশাসন। সন্দেহজনক খাবারের নমুনা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অফিসিয়াল রিপোর্ট এলেই জানা যাবে ক্ষীরে কোনো বিষাক্ত উপাদান ছিল কি না, নাকি অন্য কোনো খাবারের মাধ্যমে এই অসুস্থতা ছড়িয়েছে।