শীত শেষে উষ্ণতার নতুন ধাপ শুরু

আবহাওয়া জেলা

নিজস্ব প্রতিনিধি: দু’দিনের উষ্ণ আবহাওয়ার পর আবারও ফিরেছে শীতের আমেজ। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৫.১ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, সেটিও স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯২% এবং সর্বনিম্ন ৩৪%। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার এবং সোমবার, সোমবার আবহাওয়ায় বিশেষ কোনো পরিবর্তন হবে না। তবে মঙ্গলবার থেকে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা। পরবর্তী তিন দিনের মধ্যে পারদ ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে। ১৪ ফেব্রুয়ারি আবার সামান্য তাপমাত্রা কমার সম্ভাবনা থাকলেও কলকাতা ও আশপাশের অঞ্চলে শীতের আমেজ তেমনভাবে ফিরবে না। মাঘের শেষ লগ্নে কার্যত শীত বিদায়ের প্রস্তুতি নিচ্ছে মহানগরী ও সংলগ্ন জেলা।আগামী কয়েক দিন ভারী কুয়াশার কোনো সতর্কবার্তা নেই। তবে উপকূল সংলগ্ন জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে।

পশ্চিমের জেলাগুলিতে সোমবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে রবিবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া পাহাড়ি এলাকায় বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টি হতে পারে।রবিবার কলকাতা ও আশপাশের অঞ্চলে দিনের আকাশ থাকবে মূলত পরিষ্কার। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।সব মিলিয়ে শীত তার প্রভাব বজায় রাখার ইঙ্গিত দিলেও পশ্চিমী ঝঞ্ঝার কারণে বারবার বাধা পেয়েছে এবং শেষমেশ বিদায় নিতে চলেছে। বসন্তের দোরগোড়ায় দাঁড়িয়ে কার্যত বিদায় ঘণ্টা বাজিয়ে দিল শীত।