নিউজ পোল স্পোর্টস ব্যুরো: মরু শহরে খেলেই বুটজোড়া তুলে রাখার ইচ্ছাপ্রকাশ করেছিলেন আগেই। কিন্তু সেটা কবে তা নিয়ে কোন স্পষ্ট ইঙ্গিত না দিলেও আরও একবছর আল নাসেরেই (Al Nassr FC) থাকতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। চলতি বছর জুনে সৌদি আরবের (Saudi Arabia) ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে সি আর সেভেনের (CR7)। কিন্তু ২০২৬ সালের জুন পর্যন্ত সৌদি প্রো লিগেই (Saudi Pro League) দেখা যাবে রোনাল্ডো (Ronaldo) ম্যাজিক। এমনটাই জানিয়েছেন ক্লাবের (Al Nassr FC) এক কর্তা।
আরও পড়ুনঃ IND Vs PAK: আতঙ্কের নাম কেটেলবরো, চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কাকে কাকে আম্পায়ার পাচ্ছে ভারত?
২০২২ সালে ম্যান ইউ (Manchester United FC) ছেড়ে পরের বছর আল নাসেরে (Al Nassr FC) যোগ দিয়েছিলেন পর্তুগিজ তারকা। দুই বছরের জন্য এসেছিলেন। বিভিন্ন দেশের তাবড় তাবড় ক্লাবে খেলেছেন রোনাল্ডো (CR7)। ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United FC), রিয়াল মাদ্রিদ (Real Madrid FC), জুভেন্টাসের (Juventus FC) মত ক্লাবে খেলার পর পাড়ি দেন সূদূর আরব (Saudi Arabia) দুনিয়ায়। তাঁর এই সিদ্ধান্ত তখন ভ্রূ কুঁচকে ছিলেন অনেকেই। কিন্তু তিনি আসার পর বিশ্ব ফুটবলে অন্য মাত্রা লাভ করেছে সৌদি আরব (Saudi Arabia)। তাঁর পথ অনুসরণ করে সৌদি প্রো লিগে (Saudi Pro League) নাম লিখিয়েছেন নেইমার (Neymar), বেনজেমার (Karim Benzema) মত তারকা ফুটবলাররা (Footballer)। ২০৩৪ বিশ্বকাপ ফুটবলের (FIFA World Cup 2034) আসরও বসতে চলেছে তেলের শহরে (Saudi Arabia)।
নিউজ পোল ফেসবুক পেজের লিঙ্কঃ https://www.facebook.com/share/1EA79Afcw5/
এখনও পর্যন্ত আল নাসেরের হয়ে ৯০ টি ম্যাচ খেলেছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। করেছেন ৮২ টি গোল। গতবছর আগস্টে তিনি জানিয়েছিলেন যে আল নাসেরের (Al Nassr FC) হয়েই কেরিয়ারের শেষদিন পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান। হয়তো সেটা আগামী দুই-তিন বছর আর। রোনাল্ডোর (CR7) চুক্তি নবীকরণ প্রসঙ্গে এক আল নাসের (Al Nassr FC) কর্তা জানিয়েছেন, “দুই পক্ষের মধ্যে কথা হয়েছে। দুই পক্ষই রাজি। তবে রোনাল্ডো (Cristiano Ronaldo) এখনও সই করেননি। আগামী কয়েকদিনের মধ্যেই ঘোষণা করা হবে।“
আরও পড়ুনঃ Salt Lake Stadium: যুবভারতীতে হকির জয়যাত্রা
সদ্য চল্লিশে পা রেখেছেন সি আর সেভেন (CR7)। কিন্তু কথাতেই আছে বয়স শুধু একটা সংখ্যা মাত্র। আর কিংবদন্তিদের ক্ষেত্রে যা বলাই বাহুল্য। চল্লিশেও ছুটছেন তিনি অক্লান্তভাবে। ছুটে চলেছেন ১০০০ গোলের লক্ষ্যে। বাকি মাত্র আর ৭৬। প্রতিদ্বন্দ্বী মেসির (Lionel Messi) হয়তো একটা বিশ্বকাপ (FIFA World Cup 2022) রয়েছে ঝুলিতে। কিন্তু তিনি রোনাল্ডো (Cristiano Ronaldo)। শুধুমাত্র একটা বিশ্বকাপ (FIFA World Cup) দিয়ে বিচার করা যায়না রোনাল্ডোদের (Cristiano Ronaldo)। তবে থামবেন একদিন। যেভাবে থামতে হয় সকলকেই। কিন্তু গোল করার খিদেটা হয়তো একই থেকে যাবে সেদিনও।