Padma Murmu: বাংলার বৃদ্ধাকে ঘরে ফিরিয়ে দিল প্রশাসন

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: এ যেন এক হৃদয়বিদারক ঘটনা,যা হারিয়ে যাওয়া পদ্মার চোখে জল এনে দিল। হিমাচল প্রদেশের (Himachal Pradesh) মান্ডি জেলা প্রশাসনের উদ্যোগে ৬৫ বছরের পদ্মা মুর্মু (Padma Murmu) ফিরে পেল তার পরিবার। তিনি তাঁর ভাগ্নেকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত হন। ঠিক তখনই পরিবারের অন্যান্য সদস্যরাও প্রিয়জনের ফিরে আসায় কেঁদে ফেললেন।

মান্ডি প্রশাসন এই ধরণের আরেকটি দৃষ্টান্ত স্থাপন করেছে ২০২৩ সালে। গতবছর,কর্ণাটকের (Karnataka) একটি বৃদ্ধাকে ২৫ বছর পর বাড়ি ফিরিয়ে দিয়েছিল। পদ্মার খোঁজ পাওয়া যায় ২০২১ সালের অক্টবোর (October) মাসে, যখন বিলাসপুর পুলিশের হাতে তিনি ধরা পড়েন। মাশবরাতে প্রথমে, পরে চলখা আশ্রমে এবং অবশেষে ২০২৩ সালের সেপ্টেম্বরে ভাঙ্গরতু বৃদ্ধাশ্রমে (Bridhasram) স্থানান্তরিত হন। তবে হিন্দি না জানায় তার ভাষা বোঝা ছিল কঠিন।

মান্ডি এসডিএম (SDM) স্মৃতিকা নেগি বলেন, ‘আমরা বিভিন্ন চেষ্টার মাধ্যমে পদ্মার (Padma Murmu) পরিচয় খুঁজে পাই এবং বাংলার পরিযায়ী শ্রমিকদের সাহায্যে তাঁর সম্পর্কে আরও জানি। তিনি হুগলি (Hooghly) জেলার আসানপুর গ্রামের বাসিন্দা, তবে তিনি জানেন না কিভাবে হিমাচল পৌঁছেছেন। এরপর মান্ডি জেলার ডিসি (DC) অপূর্ব দেবগণ বাংলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এবং তার পরবর্তী পদক্ষেপে পদ্মা তাঁর পরিবারের কাছে ফিরে আসেন।’

পদ্মাকে ফিরিয়ে আনতে বাংলার জেলা প্রশাসনের পক্ষ থেকে সুনন্দা চট্টোপাধ্যায় ও অন্যান্য কর্মকর্তারা হিমাচল প্রদেশে (Himachal Pradesh) পৌঁছান। পদ্মা মুর্মু (Padma Murmu) যখন তাঁর ভাগ্নে বাবলু মুর্মুকে দেখতে পান,তখন তাঁর চোখে জল চলে আসে। পদ্মার পরিবারের সদস্যরা তাদের প্রিয়জন ফিরে পেয়ে সত্যিই এক অভূতপূর্ব আনন্দ অনুভব করেন।

প্রশাসনের এই উদ্যোগ এমন মানুষের জন্য অনুকরণীয় তা বলাই যায়। মঙ্গলবার পদ্মা মুর্মু (Padma Murmu) বাংলার কর্মকর্তা এবং তাঁর ভাগ্নেকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন।