Newtown: নতুন রাস্তার মোড়ের নামকরণে তীব্র প্রতিবাদ

কলকাতা জেলা

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: নিউটাউন-রাজারহাট (Newtown) সংযোগকারী নবনির্মিত রাস্তার মোড়ের নামকরণকে ঘিরে মঙ্গলবার সকালে এক চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়। অভিযোগের আঙুল ওঠে স্থানীয় পাথরঘাটা (Patharghata) পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের বিরুদ্ধে। সূত্রের খবর, নিউটাউনের (Newtown) তথ্যপ্রযুক্তি তালুক ইকোস্পেস (Ecospace) থেকে রাজারহাট-পাথরঘাটার ২১১ রোডে সংযোগকারী নবনির্মিত রাস্তার মোড়ের নামকরণকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনায় অভিযোগের আঙুল রাজারহাট ব্লকের পাথরঘাটা গ্রাম পঞ্চায়েতের সদস্য কল্যাণ নস্করের দিকে। এই নতুন রাস্তা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করে আসছে, কিন্তু সম্প্রতি রাস্তার মোড়ের নামকরণ নিয়ে এলাকায় ব্যাপক অশান্তি সৃষ্টি হয়েছে।

আরও পড়ুনঃ Padma Murmu: বাংলার বৃদ্ধাকে ঘরে ফিরিয়ে দিল প্রশাসন

উল্লেখ্য, মাত্র পাঁচ দিনের ব্যবধানে নতুন রাস্তার মোড়ে নামকরণের এক অদ্ভুত ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে, এলাকাবাসীরা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, পাথরঘাটা, ছাপনা, গাড়াগড়ি, কালুরমোড়সহ নিউটাউন রাজারহাটের (Newtown) বিস্তীর্ণ অঞ্চলের মানুষদের জন্য পাথরঘাটা ২১১ নং নতুন রাস্তা সুবিধাজনক হয়ে ওঠে। এই রাস্তা দিয়ে সাধারণ পথচারীরা দ্রুত গন্তব্যে পৌঁছতে পারছেন এবং আগের দীর্ঘ, ঘোরানো পথে চলার ঝামেলা শেষ হয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিঙ্কঃ https://www.facebook.com/share/1EA79Afcw5/

তবে, হঠাৎ করেই এলাকার বাসিন্দারা লক্ষ্য করেন যে, রাতের অন্ধকারে পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্কর তাঁর দলবল নিয়ে এসে ওই রাস্তার মোড়টির নাম বদলিয়ে ‘শ্রীজা মোড়’ হিসেবে নামকরণ করেন এবং সেখানে একটি নামের বোর্ড লাগিয়ে দেন। নামকরণের সময় স্থানীয়দের কিছু জানানো হয়নি, যা এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। তাঁদের অভিযোগ, কল্যাণ নস্কর নিজের মেয়ের নামে রাস্তার মোড়ের নামকরণ করেছেন, যা সম্পূর্ণ অবৈধ এবং অযৌক্তিক। এছাড়া, কল্যাণ নস্করের বিরুদ্ধে আরও একটি গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, তিনি পাথরঘাটা গ্রামে অবৈধভাবে তাঁর ব্যক্তিগত জমিতে একটি পাঁচিল নির্মাণ করছেন, যা আইনবিরুদ্ধ। এই বিষয়টি এলাকাবাসীদের মধ্যে আরও ক্ষোভ সৃষ্টি করে এবং তাঁরা রাস্তায় নামকরণের পাশাপাশি তাঁর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন। বিক্ষুব্ধ বাসিন্দারা সকালে রাস্তায় পৌঁছে ওই নামের বোর্ডটি খুলে ফেলেন এবং পুরানো নাম ‘মিলন মন্দির মোড়’ নামে একটি বোর্ড আবার লাগিয়ে দেন। এর ফলে, স্থানীয়দের মধ্যে আরও তীব্র প্রতিবাদ লক্ষ্য করা যায়। তাঁরা দাবি করেন, কল্যাণ নস্কর যেন অবিলম্বে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং এই অবৈধ নামকরণের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুনঃ Rajarhat : রাজারহাটের চাঁদপুর কি মিনি দিল্লি ? ধুলোর চাদরে মোড়া

এ ঘটনায় পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের সাথে যোগাযোগ করা হলে, তিনি কোন প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন এবং জানান যে, তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করবেন না। তবে, তার অটল অবস্থান আরও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে এবং স্থানীয়রা এখন তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এখন প্রশ্ন উঠছে, প্রশাসন এই ঘটনার ওপর কীভাবে ব্যবস্থা নেবে। এলাকাবাসীরা দাবি করছেন, অবিলম্বে পঞ্চায়েত সদস্য কল্যাণ নস্করের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং তাঁরা আশাবাদী যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের দাবি মেনে নেবে। এই পরিস্থিতি আরও জটিল হতে পারে যদি স্থানীয়দের প্রতিবাদ আরও বৃদ্ধি পায়।