নিউজ পোল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (High Court) একটি মামলা থেকে সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি। বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে (PAC) মুকুল রায় (Mukul Roy)। চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) করা মামলা থেকে অব্যাহতি নিলেন কলকাতা হাইকোর্টের (High Court) প্রধান বিচারপতি টি এস শিবাগনামন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে (Division Bench ) বিচারাধীন ছিল।
আরও পড়ুন: জানেন হরিদাস পাল আসলে কে? রইলো বিস্তারিত পরিচিতি
তৃণমূল নেতা মুকুল রায় (Mukul Roy) এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে( Kolkata High Court )মামলা মামলা রুজু করেছিলেন একদা তৃণমূলে থাকা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি ছিল মুকুল রায় তিনি বেআইনিভাবে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টে কমিটিতে রয়েছেন। সেই মামলা প্রধান বিচারপতির এচলাসে বিচারাধীন ছিল।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
সেই মামলা থেকে আজ সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। নিয়ম অনুযায়ী এরপর মামলাটির কোন জেলার সে বিচারাধীন হবে সেটা নির্ভর করবে হাইকোর্টের রেজিস্টার জেনারেল ওপর।
তৃণমূল নেতা মুকুল রায় (Mukul Roy) এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে( Kolkata High Court )মামলা মামলা রুজু করেছিলেন একদা তৃণমূলে থাকা বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি ছিল মুকুল রায় তিনি বেআইনিভাবে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টে কমিটিতে রয়েছেন। সেই মামলা প্রধান বিচারপতির এচলাসে বিচারাধীন ছিল।
নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/uVvk1b9UKnk
সেই মামলা থেকে আজ সরে দাঁড়ালেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। নিয়ম অনুযায়ী এরপর মামলাটির কোন জেলার সে বিচারাধীন হবে সেটা নির্ভর করবে হাইকোর্টের রেজিস্টার জেনারেল ওপর।