WB Budget 2025: ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের

Budget 2025 কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচন (Assembly Elections) আগে শাসকদল তৃণমূলের (TMC) কাছে এটি একটি বড় পরীক্ষা। বুধবার মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (WB Budget 2025) উপস্থাপিত হতে যাচ্ছে। বিকেল ৪ টায় বিধানসভায় (Assembly) বাজেট পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। ফলে,এবারের বাজেটের প্রতি গোটা বাংলার মনোযোগ রয়েছে, বিশেষ করে সরকারি চাকরিজীবীদের ডিএ (DA) নিয়ে, যেটা নিয়ে বিরোধীরা এবং সাধারণ জনগণেরও চোখ রয়েছে।

আরও পড়ুনঃ West Bengal Budget 2025: জনমুখী হবে না বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট?

২০২৪-২৫ অর্থবর্ষের জন্য ৪ শতাংশ ডিএ (DA) ঘোষণা করেছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। শুধু তাই নয়, ২০২৪ সালের জানুয়ারিতে থেকেই এই ৪ শতাংশ ডিএ (DA) কার্যকর করা হয়েছিল। এই পরিস্থিতিতে বলা যায়, ২০২৪ সালে মোট ৮ শতাংশ ডিএ (DA) বৃদ্ধি করা হয়েছিল। সূত্রের খবর,এবারের বাজেটে (WB Budget 2025) ৬ শতাংশ ডিএ (DA) বৃদ্ধির সম্ভবনা তীব্র। শুধু তাই নয়, গত বছরের মতো এবছরেও দুবার ডিএ (DA) বাড়ানোর সম্ভবনা রয়েছে। এতে উপকৃত হবেন সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মী, পুরসভা পঞ্চায়েতের কর্মী এবং পেনশনভোগীরা।

নিউজ পোল ফেসবুক পেজের লিঙ্কঃ https://www.facebook.com/share/1EA79Afcw5/

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেটে বেতন পেনশন খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে প্রায় ৯১ হাজার কোটি টাকা। অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের কর্মীদের বেতন ব্যবধান ৩৯ শতাংশ পৌঁছেছে। এই পরিস্থিতিতে, রাজ্য সরকারের কর্মচারীরা অপেক্ষা করছেন, কিভাবে তাদের ডিএ (DA) বৃদ্ধি হবে মমতা সরকারের বাজেটে (WB Budget 2025)।