নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এখনও বিদায় নেয়নি শীত তবে মাঝে মাঝেই বঙ্গবাসীর কপালে জমছে বিন্দু বিন্দু ঘাম। বাড়ছে তাপমাত্রা। চলতি বছরে অনেকেই আশা করেছিলেন শেষ বেলা জমিয়ে উপভোগ করবেন । কিন্তুব কোথায় কি। উল্টে শীতের শেষ পর্বে গরমের আমেজ টের পাচ্ছে রাজ্যের বিভিন্ন জেলার মানুষ। দিনের বেলায় সূর্যের তাপমাত্রা যেমন বাড়ছে, তেমনই গরম জামার প্রয়োজনও ফুরিয়েছে। যদিও ভোর ও সন্ধ্যায় হালকা ঠান্ডার ছোঁয়া এখনও রয়েছে। তবে শীতের আমেজ যেন কার্যত বিদায় নিচ্ছে। দক্ষিণবঙ্গে শীতের ছিটেফোঁটাও নেই। তাপমাত্রা এখন অনেকটাই বেড়ে (temperature rise) গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বুধবার ভোরের দিকে ঘন কুয়াশা (dense fog) থাকলেও বেলার দিকে আকাশ পরিষ্কার থাকবে।
হওয়া অফিস জানিয়েছে, বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি ও ২২ ডিগ্রির আশপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore weather office) জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা এমনই থাকবে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। তবে শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে। দু’ থেকে তিন ডিগ্রি সেলসিয়াস (temperature drop) তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে শীতের আমেজ ফিরে এলেও কলকাতা এবং শহরাঞ্চলে কার্যত শীত নেই। আবহাওয়ার এই পরিবর্তনের কারণ উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত (cyclonic circulation)। আগামী দুই দিন রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করবে, যার ফলে কুয়াশার সম্ভাবনা আরও বাড়বে। এদিন উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং (Darjeeling and Kalimpong) জেলায় আগামী দুই দিনে বজ্রবিদ্যুৎ-সহ (thunderstorm) হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিংয়ে হালকা তুষারপাতের (snowfall) সম্ভাবনাও রয়েছে।
দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে সকালবেলা ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore), পূর্ব বর্ধমান (East Bardhaman) এবং নদিয়া (Nadia) জেলায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় দৃশ্যমানতা (visibility) ২০০ মিটারের নিচে নেমে যেতে পারে। আগামীকাল, বৃহস্পতিবারও দু’ থেকে তিনটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। মঙ্গলবার কলকাতা ও তার আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৮ ডিগ্রি বেড়ে ২২.৫ ডিগ্রিতে পৌঁছায়। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা (humidity) ছিল সর্বোচ্চ ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৪৩ শতাংশ।