WB Budget 2025: ২৬ শে নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট তৃণমূল সরকারের

Budget 2025 কলকাতা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে তৃণমূল সরকার (TMC Government) শেষ পূর্ণাঙ্গ বাজেট (WB Budget 2025) পেশ করল আজকে। বাজেটে কেন্দ্রীয় বঞ্চনার (Central Deprivation) কথা উল্লেখ থাকলেও উন্নয়নকেই (Development) যে পাখির চোখ করতে চাইছে সরকার সেটা পরিষ্কার হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট বক্তৃতায়। শিক্ষা (Education) থেকে স্বাস্থ্য (Healthcare), অঙ্গনওয়াড়ি (Anganwadi) থেকে কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) সব জায়গায় একটু হলেও ছাপ রাখতে চেয়েছে রাজ্য সরকার (State Government)।

আজ বিধানসভায় রাজ্যের ২০২৫ অর্থবর্ষের বাজেট (WB Budget 2025) পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অন্যান্য বিধায়কের উপস্থিতিতে বাজেট পেশের সমাপ্তি ঘটান মুখ্যমন্ত্রীর একটি কবিতার পঙক্তি দিয়ে। এবারের বাজেট পরিকল্পনায় নারী (Women Empowerment), কৃষি (Agriculture) ও পরিষেবা ক্ষেত্রকে (Service Sector) বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় প্রকল্পের ন্যায্য পাওনার (Central Funds) অভাবে আর্থিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও রাজ্য উন্নয়নের পথ অব্যাহত রাখার সংকল্প ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ WB Budget 2025: ডিএ নিয়ে বড় ঘোষণা নবান্নের

এদিনের বাজেটে (WB Budget 2025) যে সমস্ত ক্ষেত্রগুলিতে রাজ্য সরকার উল্লেখযোগ্য ভাবে গুরুত্ব দিয়েছে, আসুন দেখে নেওয়া যাক সেই সেই ক্ষেত্রগুলোতে কি কি প্রস্তাব করা হয়েছে এবারের বাজেটে।

১) নারী ও মহিলাদের জন্য বরাদ্দ (Women Development Allocation): এবারের বাজেটের অর্ধেকের বেশি অংশ নারী ও মহিলাদের উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে।
২) বাংলার বাড়ি প্রকল্প (Banglar Bari Scheme): এই প্রকল্পে ২০২৫ বাজেটে ৯,৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
৩) নদীবন্ধন প্রকল্প (Nodibandhan Project): বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘নদীবন্ধন’ নামে নতুন প্রকল্প চালু করা হয়েছে। বরাদ্দ ২০০ কোটি টাকা।
৪) নদী ভাঙন প্রতিরোধ (River Erosion Prevention): নদী ভাঙন সমস্যার সমাধানে মাস্টার প্ল্যান (Master Plan) গ্রহণ করা হবে। বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা। পাশাপাশি, একটি পাইলট প্রকল্পও গ্রহণ করা হবে।
৫) আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন (Mobile Phones for ASHA Workers): এই খাতে বরাদ্দ করা হয়েছে ২০০ কোটি টাকা।
৬) কর্মশ্রী প্রকল্প (Karmashree Project): ৬১ কোটি শ্রম দিবস (Man-days) তৈরির লক্ষ্যে কর্মশ্রী প্রকল্পের আওতায় ব্যাপক কর্মসংস্থানের (Employment Generation) উদ্যোগ নেওয়া হয়েছে।
৭) পথশ্রী প্রকল্প (Pathashree Scheme): রাস্তাঘাট উন্নয়নের (Road Development) জন্য আগামী অর্থবর্ষে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ।
৮) চা শিল্পে কৃষি আয়কর ছাড় (Tax Exemption for Tea Industry): চা শিল্পের কৃষি আয়করের ছাড়ের মেয়াদ বাড়িয়ে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত করা হয়েছে।
৯) নতুন MBBS আসন (New MBBS Seats): রাজ্যে ২৪টি নতুন MBBS আসন স্থাপন করা হয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিঙ্ক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

কেন্দ্রীয় সহযোগিতায় অসন্তোষ: বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন যে কেন্দ্রীয় প্রকল্প (Central Projects) থেকে রাজ্যকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। রাজ্যের বাজেটে কৃষি শিল্প (Agricultural Industry) ও পরিষেবা ক্ষেত্রকে আরও বিস্তৃতভাবে উন্নয়নের জায়গা দেওয়া হয়েছে। বাজেটে ডিএ (Dearness Allowance) নিয়ে কোনো উল্লেখ না থাকলেও সামগ্রিকভাবে কর্মসংস্থান (Employment) ও উন্নয়নের (Development Initiatives) বিভিন্ন খাতে রাজ্যের উদ্যোগ জারি থাকবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।