WB Weather Update: জেলায় জেলায় তাপমাত্রা হ্রাস, কলকাতায় গরমের দাপট অব্যাহত

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: ফেব্রুয়ারির শেষ দিকেই কলকাতাসহ (WB Weather Update) রাজ্যের বিভিন্ন জায়গায় গরমের আভাস স্পষ্ট। রাতের তাপমাত্রা ২৪ ডিগ্রি ছুঁইছুঁই, দিনের তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস। ফ্যান চালানো শুরু হয়ে গেছে এখন থেকেই। ভোরের দিকে শীতের কোনো লেশমাত্র নেই। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) জানাচ্ছে, রাতের তাপমাত্রা খুব সামান্যই কমবে, কিন্তু তাতে শীতের ফেরার সম্ভাবনা নেই। অসমে একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) এবং উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance) সক্রিয় রয়েছে। এর ফলে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (Kalimpong) সহ উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের চার জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি (Jalpaiguri), কোচবিহার (Cooch Behar) এবং উত্তর দিনাজপুরে (North Dinajpur) আজ হালকা থেকে মাঝারি কুয়াশার (Fog) পূর্বাভাস।

কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ছিল ২৯.২ ডিগ্রি। বাতাসে আর্দ্রতার (Humidity) পরিমাণ ৫১ থেকে ৯৬ শতাংশ পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। সকালে আংশিক মেঘলা (Partly Cloudy) আকাশ ও হালকা কুয়াশা দেখা যেতে পারে। বৃহস্পতিবার রাত থেকে রাজ্যের পশ্চিমাঞ্চলীয় (Western Region) কিছু এলাকায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। কিন্তু কলকাতা (Kolkata Temperature) সেই তালিকায় নেই।

ভারতের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার গুরুতর পরিবর্তনের জন্য বেশ কয়েকটি সতর্কতা জারি করা হয়েছে। (Weather Update, India Weather Alert)বিহারে ঘন কুয়াশার (Dense Fog) আশঙ্কা করা হচ্ছে। এতে দৃষ্টিসীমা হ্রাস পেতে পারে এবং যানবাহনের চলাচল বাধাপ্রাপ্ত হতে পারে। সাধারণ মানুষকে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে। হিমাচল প্রদেশে শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে। তাপমাত্রা হ্রাস পেয়ে তীব্র ঠান্ডার প্রভাব পড়বে। বাসিন্দাদের গরম পোশাক পরিধান করে নিজেদের সুরক্ষিত রাখার অনুরোধ জানানো হয়েছে।