নিউজ পোল ব্যুরো: নানুরের বাসাপাড়ায় শহীদ তৃণমূল নেতা সোনা চৌধুরীর স্মরণে একটি সভার আয়োজন করা হয় শুক্রবার। সেই সভায় উপস্থিত হয়েছিলেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা (TMC Leader) কাজল শেখ (Kajal Sheikh) থেকে শুরু করে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাজি সহ অন্যান্য তৃণমূল নেতা কর্মীরা। এই সভাতেই কার্যত হুঁশিয়ারির সুর শোনা গেল বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখের (Kajal Sheikh) গলায়। যা সৃষ্টি করছে নয়া জল্পনার।
আরও পড়ুন: Modi-Trump: মোদী-ট্রাম্প বৈঠকের পর প্রবল চাপে মহম্মদ ইউনূস!
এদিন কাজলের কথায়, “অনেক বড় বড় নেতা এখন উঠেছে। তারা বড় বড় ভাষণ দিচ্ছে। বলছে, ‘নানুরে এই করেছি ওই করেছি।’ তাদের বলব একটু খতিয়ান সামনে তুলে ধরতে।” যোগ করেন, “আবার কোন নেতা মন্ত্রী নতুন উঠেছে। তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে। তাদের বলব, তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু তুলে ধরো। দলটা কাজল শেখ ১৯৯৩ সাল থেকে করছে। অনেক মিথ্যা কেস আমাকে দেওয়াও হয়েছে।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
তৃণমূলের (TMC) বীরভূম জেলা সভাধিপতির এহেন বিস্ফোরক মন্তব্য কাদের উদ্দেশ্যে সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। এই স্মরণসভায় কাজল শেখ আরো বলেন, “শহীদদের মনে রাখা উচিত। আমি তৃণমূলের সব স্তরের নেতাদের বলব শহীদদের পরিবারের পাশে দাঁড়াতে। আমিও দাঁড়াই, আপনারাও দাঁড়ান। এখন অনেক বড় বড় নেতা উঠেছে তারা শহীদদের কথা মনে রেখেছে কি না আমার জানা নেই। তবে আমি শহীদদের বাড়ি বাড়ি যাই এবং তাদের পাশে থাকি।”