High Court: সভায় মাইক বাজানোর অনুমতি চেয়ে আদালতে RSS

কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: এবার থেকে মেনে চলতে হবে নির্ধারিত শব্দ মাত্রা (Sound limit)। কলকাতা হাইকোর্ট (High Court) পূর্ব বর্ধমান রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতকে (Mohon bhagwat) ১৬ ই ফেব্রুয়ারি তার সভা আয়োজনের অনুমতি দিয়েছে। তবে কলকাতা হাইকোর্ট (High Court) কিছু নির্দিষ্ট শর্তের ভিত্তিতে এই অনুমতি দেওয়া হয়েছে। আদালতের নির্দেশনায় বলা হয়েছে, সভায় শব্দের পরিমাণ হবে নূন্যতম এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (Polution control board) কর্তৃক নির্ধারিত শব্দ মাত্রা (Sound limit) মেনে চলতে হবে।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtube.com/shorts/g-5nGHc1Afw?si=BX4NtwI0Q6-hIwY9

অ্যাডমিনিস্ট্রেশন (Administration) পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, মাধ্যমিক পরীক্ষা (Secondary education) চলাকালীন সভা আয়োজনের কারণে পরীক্ষার্থীদের সমস্যা হতে পারে, বিশেষ করে মাইক (Mike) ব্যবহারের কারণে। তবে আইনজীবী (Law year) ধীরাজ ত্রিবেদী আদালতে জানান যে, সভাস্থলের এক থেকে দুই কিলোমিটার দূরত্বে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং সভাটি সকাল ১১ টা থেকে ১২ টা ১৫ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষার্থীদের (student) কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তিনি আরও উল্লেখ করেন যে,ওই এলাকার মধ্যে স্কুল বা বসতি অঞ্চলও নেই, তাই সবার জন্য রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন নেই।

আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/18/eastern-railway-bandel-katwa-local-trains-cancelled/

তবে রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান, ওই এলাকায় তিনটি স্কুল (School) রয়েছে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে এবং পরে মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এই নিষেধাজ্ঞা গত জুন মাসেই জারি করা হয়েছিল এবং ১২ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর হয়। আদালত অবশ্য এ বিষয়ে মন্তব্য করে বলেন,ওই স্কুলগুলোর মধ্যে একটি প্রাথমিক বিদ্যালয়,যা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে সম্পর্কিত নয়।

আদালত নিশ্চিত করেছে যে, সভা নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে তবে শব্দের মাত্রা (Sound limit) নিয়ন্ত্রনে রাখতে হবে। সভার কারণে পরীক্ষার্থীদের কোনো অসুবিধা হওয়া চলবে না এবং শব্দের পরিমাণ অতিরিক্ত হলে সভা বন্ধ করে দেওয়া হবে।