নিউজ পোল ব্যুরো: প্রায় পাঁচ মাস (Give months) অতিক্রান্ত এখনও পর্যন্ত খোঁজ নেই ১১ বছরের নাবালিকার। বাড়িতে বকা খেয়ে পাড়ার একটি মেলাতে গিয়ে নিখোঁজ (missing) হয়েছিল ওই নাবালিকা। শুক্রবার বিকেলে অভয়া মঞ্চ ও ওই নাবালিকার বাবা-মা নিউটাউন (Newtown)থানায় ডেপুটেশন জমা দেয়। তদন্ত কোন জায়গায় রয়েছে কেন এখনো পাওয়া যাচ্ছে না, সেই সব বিষয় জানতেই নিউটাউন (Newtown) থানায় যায় তারা, এমনটাই দাবি তাদের।
বাবার বকুনি ও মার খাওয়ার পর রহস্যজনকে ভাবে নিখোঁজ ১০ বছরের নাবালিকা। নিউটাউন (Newtown) থানার পুলিশ সব দিক খতিয়ে দেখার পরেও খোঁজ পাওয়া যায়নি ওই নাবালিকার। পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় নিখোঁজ পোস্টারও মারা হয়। খুঁজে দিতে পারলে নিউটাউন (Newtown) থানার পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়।
নাবালিকার বাবা হারান কাহারের দাবি, সেপ্টেম্বর (September) মাসের ২৮ তারিখ ১০ বছরের নাবালিকা মন্দিরা কাহার তার কাছে বকা খায় এবং তিনি কয়েকটি চরও মারে। তারপর থেকে মেয়েটি বাড়ি থেকে বেরিয়ে যায়।যদিও পরিবারের তরফ থেকে ১ অক্টোবর বিকেলে নিউটাউন (Newtown) থানায় জানানো হলে সঙ্গে সঙ্গে এফ আই আর করে তদন্ত শুরু করে। পুলিশ জানতে পারে ওই নাবালিকা নিউটাউন জ্যোতিনগর একটি মেলাতে সন্ধ্যে বেলায় এক যুবকের সঙ্গে দেখা যায়।এরপর পুলিশের তরফ থেকে এলাকার সমস্ত সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হয়, এলাকার মানুষদের ছবি দেখিয়ে খোঁজ শুরু করে। কিন্তু কোনো খোঁজ এখনও পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, এলাকার সকল সিসিটিভি খতিয়ে দেখার পর ও কোনো সূত্র পাওয়া যায়নি। অবশেষে পুলিশের তরফ থেকে সোশাল মিডিয়ার (Social media) সাহায্যে ও নেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় পোস্টারিং করা হয়েছে।