Sealdah Weekend Train Cancellation: শিয়ালদহ শাখায় সপ্তাহান্তে ট্রেন বাতিল ও সময়সূচি পরিবর্তন

কলকাতা জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: শিয়ালদহ শাখায় (Sealdah Branch) সপ্তাহান্তে ট্রাফিক ও লেভেল ক্রসিং (Level Crossing) সংক্রান্ত একাধিক কাজের জন্য বহু লোকাল ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে(Sealdah train cancellation)। শিয়ালদহ ডিভিশন (Sealdah Division) শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার ভোর ৫টা ৪৫ পর্যন্ত ডাউন লাইনের ট্রেন পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। আপ লাইনের ট্রেনগুলি (Up Line) শনিবার রাত ১০টা ৪৫ থেকে রবিবার সকাল ৮টা ৪৫ পর্যন্ত বন্ধ থাকবে। কৃষ্ণনগর সিটি (Krishnanagar City) ও লালগোলা (Lalgola) স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক (Traffic and Power Block), সাবওয়ে (Subway) তৈরি ও লেভেল ক্রসিংয়ের কাজ চলবে। এছাড়া, হালিশহর (Halisahar) ও নৈহাটির (Naihati) মধ্যে পয়েন্টের কাজ হওয়ার কারণে বেশ কিছু ট্রেন বাতিল বা সংক্ষিপ্ত করা হয়েছে।

শনিবার ও রবিবার বাতিল ট্রেনের তালিকা:
শিয়ালদহ-গেদে (Sealdah-Gede)
শিয়ালদহ-শান্তিপুর (Sealdah-Shantipur)
শিয়ালদহ-বনগাঁ (Sealdah-Bongaon)
নৈহাটি-ব্যান্ডেল (Naihati-Bandel)

রবিবার পুরোপুরি বাতিল ট্রেন:
শিয়ালদহ-হাবড়া (Sealdah-Habra)
শিয়ালদহ-গেদে (Sealdah-Gede)
শিয়ালদহ-রানাঘাট (Sealdah-Ranaghat)
শিয়ালদহ-লালগোলা (Sealdah-Lalgola)
নৈহাটি-ব্যান্ডেল (Naihati-Bandel)
নৈহাটি-রানাঘাট (Naihati-Ranaghat)
কৃষ্ণনগর-লালগোলা (Krishnanagar-Lalgola)
কৃষ্ণনগর-আজিমগঞ্জ (Krishnanagar-Azimganj)
রানাঘাট-লালগোলা (Ranaghat-Lalgola)
বারাসত-বনগাঁ (Barasat-Bongaon)

আগামী ১৫ ও ১৬ ফেব্রুয়ারি একাধিক ট্রেনের সময়সূচি (Train Schedule) পরিবর্তন করা হয়েছে। এছাড়া, কিছু ট্রেনের গন্তব্য সংক্ষিপ্ত করা হয়েছে।শিয়ালদহ-বনগাঁ (Sealdah-Bongaon) আপ লোকাল শনিবার চলবে হাবড়া (Habra) পর্যন্ত। রবিবার হাবড়া পর্যন্ত চলবে তিনটি লোকাল ট্রেন।

কল্যাণী সীমান্ত-নৈহাটি (Kalyani Simanta-Naihati) আপ ও ডাউন লোকাল কল্যাণী সীমান্তের বদলে কল্যাণী (Kalyani) পর্যন্ত চলবে। শিয়ালদহ-লালগোলা (Sealdah-Lalgola) মেমু প্যাসেঞ্জার লালগোলার বদলে রেজিনগর (Rejinagar) পর্যন্ত চলবে। শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি (Sealdah-Krishnanagar City) লোকাল কৃষ্ণনগরের বদলে রানাঘাট (Ranaghat) পর্যন্ত চলবে। কিছু শিয়ালদহ-বনগাঁ (Sealdah-Bongaon), বারাসত-বনগাঁ (Barasat-Bongaon) লোকাল এবং লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেন নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট পরে ছাড়বে। যাত্রীরা স্টেশন থেকে আপডেটেড সময়সূচি (Updated Schedule) সংগ্রহ করতে পারবেন। এই কাজের ফলে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ। যাত্রীদের স্টেশনে উপস্থিত হয়ে নির্ধারিত সময় জানার পরামর্শ দেওয়া হয়েছে।