Swastika Mukhopadhyay: তাপসী-স্বস্তিকার নতুন সিনেমা! অকশান থ্রিলার গল্প নিয়ে আসছে ‘গান্ধারী’

বিনোদন

নিউজ পোল ব্যুরো : দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা এবং হিন্দি ছবির দুনিয়ায় দাপিয়ে অভিনয় করছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukhopadhyay)। টলিউডের পাশাপাশি বলিউডেও (Bollywood) নিজের জায়গা পাকাপোক্ত করেছেন এই শক্তিশালী অভিনেত্রী। ২০২৪ সালেও একাধিক সিনেমা মুক্তি পেয়েছে তার। এখন আরও একবার তিনি বলিউডের একটি উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করতে চলেছেন।

এইবার, স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukhopadhyay) স্ক্রিন শেয়ার করবেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নুর (Taapsee Pannu) সঙ্গে। ছবির নাম ‘গান্ধারী’। এই ছবিটি পরিচালনা করছেন ‘জোরাম’ (Joram) খ্যাত পরিচালক দেবাশিস মাখিজা (Debashis Makhija)। ছবিতে তাপসী পান্নু ও স্বস্তিকার পাশাপাশি অভিনয় করবেন ‘পাতাললোক’ (Patallok) সিরিজের পরিচিত মুখ ইশওয়াক সিং। ইতিমধ্যেই ছবির শুটিং অনেকটাই সম্পন্ন হয়েছে, এবং দেবাশিস মাখিজা নিজেই সোশাল মিডিয়ায় (Social media) ছবির সেট থেকে কিছু ঝলক শেয়ার করেছেন।

‘গান্ধারী’ শুধুমাত্র আর পাঁচটা অ্যাকশন থ্রিলার নয়। এই সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে সাধারণ মানুষের সংগ্রামের গল্পকে ঘিরে। কঠিন পরিস্থিতির মধ্যে একজন সাধারণ মানুষ ঠিক কতদূর পর্যন্ত লড়াই চালিয়ে যেতে পারেন, সেটাই দেখানো হবে এই ছবিতে। পরিচালক দেবাশিস মাখিজার (Debashis Makhija) আগের কাজগুলোতেও বাস্তববাদী গল্পের ছোঁয়া ছিল, এই ছবিতেও সেই ধারা বজায় থাকছে। যদিও এটি অ্যাকশন থ্রিলার, তথাপি বলিউডের প্রচলিত ‘থ্রিলার’ (Thriller) ধাঁচের চেয়ে এটি সম্পূর্ণ আলাদা হতে চলেছে বলে জানা যাচ্ছে।

স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukhopadhyay) উপস্থিতির পাশাপাশি ‘গান্ধারী’ ছবির গল্পেও রয়েছে বাঙালি সংযোগ। ছবির একাধিক গুরুত্বপূর্ণ চরিত্র বাঙালি, এমনটাই শোনা যাচ্ছে। বাঙালি সংস্কৃতি ও ভাষার প্রভাবও থাকবে কাহিনিতে, যা কলকাতার (Kolkata) দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করবে। স্বস্তিকা ইতিমধ্যেই তার অংশের শুটিং অনেকটাই শেষ করেছেন এবং ছবিতে তার চরিত্র বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে।

আরও পড়ুন : #Parambrata-Pia : পরমব্রত-পিয়ার পরিবারে খুশির বার্তা

স্বস্তিকা মুখোপাধ্যায় শুধুমাত্র বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ নন, বরং বলিউডেও তার অভিনয় প্রতিভার স্বীকৃতি মিলেছে। ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ (Directive Bomkesh Bokxi), ‘পাতাললোক’ (Patallok)এবং ‘কলা’(Kola)-র মতো একাধিক হিন্দি সিনেমা (Hindi Cinema)ও ওয়েব সিরিজে (Web series) অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তাঁর অভিনীত চরিত্রগুলো সবসময়ই ঝাঁজালো, শক্তিশালী এবং গভীর আবেগপূর্ণ হয়। ‘গান্ধারী’ (Gandhari) ছবিতেও স্বস্তিকার চরিত্র সেই একই ধারার হতে চলেছে। ছবির গুরুত্বপূর্ণ অংশ জুড়ে তিনি উপস্থিত থাকবেন এবং তার চরিত্র কাহিনির মোড় ঘোরানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানা গেছে, ছবির শুটিং প্রায় শেষের পথে এবং পোস্ট-প্রোডাকশনের কাজ খুব শীঘ্রই শুরু হবে। এটি নেটফ্লিক্সের (Netflix) জন্য নির্মিত হচ্ছে, এবং ২০২৪ সালের শেষার্ধে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওটিটি প্ল্যাটফর্মের (OTT Platform) মাধ্যমে মুক্তি পাওয়ায় ছবিটি বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে যাবে।

দেবাশিস মাখিজার ‘গান্ধারী’ (Gandhari) শুধুমাত্র আরেকটি বলিউড অ্যাকশন থ্রিলার (Action-Thriller) নয়, বরং এটি এক বাস্তবধর্মী সংগ্রামের গল্প, যেখানে তাপসী পান্নু (Taapsee Pannu) ও স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukhopadhyay) অভিনয়ের মাধ্যমে নতুন মাত্রা যোগ করবেন। স্বস্তিকার অনুরাগীদের জন্য এটি নিঃসন্দেহে দারুণ এক খবর। এখন শুধু অপেক্ষা, এই সিনেমা (Cinema) কবে মুক্তি পাবে এবং তার অভিনয় আবারও কেমন চমক সৃষ্টি করে!