নিউজ পোল স্পোর্টস ব্যুরো: হকির (Hoki) জাদুকর বলা হয় ধ্যান চাঁদকে (Dhyan Chand)। ভারতের হয়ে তিনটি অলিম্পিকে সোনাজয়ের মুখ্য কারিগর তিনি। তাঁর হাত ধরেই ১৯২৮, ১৯৩২ এবং ১৯৩৬ সালে অলিম্পিকে হকি (Hoki) তে সোনা জেতে ভারত। এছাড়া দেশকে এনে দিয়েছেন আরও একাধিক সাফল্য। কিন্তু এখন যদি বলি, যাঁর কথা বলছি তিনি আসলে ধ্যান চাঁদ নন, তাঁর নাম অন্য। সে কথা বিশ্বাস করবেন কি?
আরও পড়ুন: Mohammed Shami বেতো ঘোড়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানাতেই হর্ষিত গুরু গম্ভীর
কিংবদন্তি হকি তারকাকে আমরা ধ্যান চাঁদ (Dhyan Chand) নামে চিনলেও বাস্তবিকই তাঁর নাম ধ্যান চাঁদ নয়। তাঁর পিতৃদত্ত নাম ধ্যান সিং। পিতৃদত্ত নাম বদলে ফেলার রীতি ফিল্মি দুনিয়ায় আকছারই দেখা যায়। তবে খেলার মাঠে এমন ঘটনা বিরল। তাহলে ধ্যান সিং কেন ধ্যান চাঁদ হয়ে গেলেন?
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ধ্যান সিং ছিলেন সেনা জওয়ান। সেনাবাহিনীতে মাত্র ১৬ বছর বয়সে যোগ দেওয়ার পরই তাঁর হকি খেলার শুরু। তবে সারাদিন কাজের মাঝে খেলার সুযোগ পেতেন না তিনি। কথিত রয়েছে, রাত হলে চাঁদের আলোয় হকি প্র্যাকটিস করতেন। যা দেখে বন্ধুরা তাকে মজা করে বলতেন ধ্যান চাঁদ (Dhyan Chand)। সেই থেকেই তার নাম হয়ে যায় ধ্যান চাঁদ।
২৯শে আগস্ট, ১৯০৫, মেজর ধ্যানচাঁদ সিং-এর জন্ম। তিনি ভারতের এলাহাবাদে শরধা সিং এবং সমেশ্বর সিং-এর ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর এই যাত্রা তাঁকে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানের দিকে পরিচালিত করে, যে প্রতিষ্ঠানটিই তাঁর ফিল্ড হকির প্রতি অসাধারণ দক্ষতার সূচনা করে।