Siliguri News: অনুষ্ঠান বাড়িতে অতিথি হয়ে ঢুকে অভিনব কায়দায় চুরি

জেলা

নিউজ পোল ব্যুরোঃ বিনা আমন্ত্রণে যাচ্ছেন যে কোনও অনুষ্ঠানে, খাওয়াদাওয়া করছেন। শুধু যাচ্ছেন বা খাচ্ছেন না সঙ্গে সুযোগ পেলেই হাওয়া করে দিচ্ছেন জিনিসপত্র। এমনই অভিনব কায়দায় চুরি(Theft) ঘিরে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। এইভাবে কিছু বুঝে ওঠার আগেই সমস্ত কিছু চুরি হয়ে যাওয়ার ঘটনায় রীতিমত চিন্তায় মানুষজন।

অতিথি সেজে বিয়ে বাড়ি কিংবা যে কোন অনুষ্ঠান বাড়িতে হাজির। সময় পেলে খাওয়াদাওয়াও সেরে নেওয়া। তারপর সুযোগ পেলেই চলে হাত সাফাই। এই অভিনব চুরির কায়দায় রীতিমতো হতবাক পুলিশ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। ঘটনায় শিলিগুড়ি(siliguri) সংলগ্ন শিবমন্দিরের বাসিন্দা মনোজ চৌধুরী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পেশায় মনোজ রং মিস্ত্রী। জানুয়ারি মাসে প্রধাননগরের এক বিয়ে বাড়িতে একইভাবে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের ছবি পায় পুলিশ। সেই ছবি সামাজিক মাধ্যম, বিভিন্ন ভবন ও অনুষ্ঠান বাড়িতে প্রচার চালানো হয় পুলিশের পক্ষ থেকে পাশাপাশি তার উদ্দেশ্যে খোঁজ শুরু হয়।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/17/illegal-construction-rajak-premium-steps-west-bengal/

সেই ঘটনার মাঝে রবিবার রাতে শিলিগুড়ির সেবক রোডের এক বিয়ে বাড়িতে চুরির পরিকল্পণা নিয়ে অতিথি সেজে স্যুট বুট পরে হাজির হয় মনোজ। আর তাকে দেখে চিনে ফেলেন এক অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক। তাকে দেখা মাত্রই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ অনুষ্ঠান বাড়িতে পৌঁছে যায়। গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। সোমবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।