নিউজ পোল ব্যুরো: আজকের রাশিফলে (Horoscope) আপনার দিন কেমন যাবে কার ভাগ্যে আসবে সাফল্য কারা পেতে পারেন আর্থিক লাভ (Financial gain)জেনে নিন সোমবারের (monday) রাশিফল:
মেষ (Aries): মেষ (Aries) রাশির জাতকদের জন্য আজকের দিন নতুন কিছু করার সুযোগ (opportunities) নিয়ে আসবে। মানসিক শান্তি বজায় থাকবে। এবং পদোন্নতি পাওয়ার পর নতুন জায়গায় কাজের (career) সুযোগ আসতে পারে। বন্ধুদের সঙ্গে কোথাও বেড়ানোর পরিকল্পনা করবেন। স্বাস্থ্য (health) নিয়ে কিছু সমস্যা (problem) হতে পারে। তাই সেগুলোর প্রতি সতর্ক থাকুন। আর পুরনো কোনো দেনা পরিশোধ হতে পারে।
বৃষ (Taurus): বৃষ (Taurus) রাশির জাতক জাতিকার জন্য আজ নতুন সম্ভাবনা ও সম্পদ বৃদ্ধির (Wealth growth) দিন কর্মক্ষেত্রে কাজের চাপ (work pressure) বাড়বে তবে আপনি কিছু প্রযুক্তিগত জিনিসপত্র কিনতে পারেন। ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে।
মিথুন(Gemini): মিথুন (Gemini) রাশির জাতকদের জন্য আজ অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকতে হবে। অর্থ (money) ধার দেবেন না। কাজের প্রতি মনোযোগী থাকলে সময়মতো তা সম্পূর্ণ হবে। সাবধানে সিদ্ধান্ত (decision) নিন। বাড়িতে নতুন অতিথি (relative) আসতে পারে। সরকারি চাকরির (government job) প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের আরো কিছুটা উদ্যোগী হতে হবে।
কর্কট (Cancer): কর্কট (Cancer)রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্র দলগত ভাবে কাজ করবেন যা কাজ সম্পন্ন করার পথ সহজ করবে। পার্টিতে (party) যাওয়ার সুযোগ পাবেন এবং ব্যবসায় (business) ভালো লাভ হবে। যদি স্ত্রীর (wife) সঙ্গে কোন সমস্যা (problem) থাকে তাহলে তা সমাধান (solved) করতে চেষ্টা (try) করুন।
সিংহ (Leo): সিংহ (Leo)রাশির জাতকদের জন্য আজ বেশ কিছু চ্যালেঞ্জ (challange) আসতে পারে। একসাথে অনেক কাজ করতে হবে যার ফলে মনোযোগ বাড়বে। ধার করা টাকা (money) পরিশোধ করতে পারবেন। ক্যারিয়ার সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত (decision) ভালোভাবে ভাবুন। সামাজিক কাজের (Social work) প্রতি আগ্রহ বাড়বে। তবে অন্যের ব্যাপারে অযথা হস্তক্ষেপ না করাই ভালো।
তুলা (Libra): তুলা(Libra) রাশির জাতকদের জন্য আজ একটি গুরুত্বপূর্ণ (important) দিন। সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। সন্তানের (child) ভবিষ্যতের (future) জন্য বড় কোন বিনিয়োগ করতে পারেন ব্যবসায় (business) বিনিয়োগের (investment) পরিমাণ ফিরে আসবে পরিবার (family) থেকে কিছু হতাশাজনক খবর পেতে পারেন। হারানো কোন প্রিয় জিনিস ফিরে পাওয়া সম্ভব না আছে।
কুম্ভ (Aquarius): কুম্ভ (Aquarius) রাশির জাতকদের জন্য আজ সম্মান (Respect) ও মর্যাদা (Dignity)বৃদ্ধি পাবে। ব্যাংকিং সেক্টরে কর্মরত ব্যক্তিরা পদোন্নতি পেতে পারেন। আর্থিক (financial) অবস্থা উন্নতি হবে। এবং সামাজিক কর্মকাণ্ডের (social work) মাধ্যমে আপনার পরিচিতি বাড়বে। সখ এবং বিনোদন দিয়ে কিছু খরচ করতে পারেন তবে বাইরের কোন ব্যক্তির আগমন আপনার এবং আপনার স্ত্রীর সম্পর্কের (relation) মাঝে কিছু চাপ সৃষ্টি করতে পারে।