Indian Flag: পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাদ পড়লো ভারতীয় পতাকা (Indian Flag)! বিতর্ক তুঙ্গে

ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: বিতর্ক ছিল‌ই। এবার তার পারদ আর‌ও চড়ল। নতুন বিতর্ক ভারতের পতাকা (Indian Flag) নিয়ে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিকে (Champions Trophy) ঘিরে বিতর্কের পর্ব যেন শেষ‌ই হচ্ছে না। কারণ আয়োজক দেশের নাম পাকিস্তান (Pakistan)। তাই শুরু থেকেই সেখানে খেলতে যেতে রাজি ছিল না ভারত (India)। রাজনৈতিক কারণে (Political Issues) দীর্ঘদিন ধরেই পাকিস্তানে পা রাখে না টিম ইন্ডিয়া (Team India)। দ্বিপাক্ষিক সিরিজ‌‌ও (Bilateral Series) খেলে না এই দুই দেশ। তাই পাকিস্তানে খেলার ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে আপত্তি জানায় বিসিসিআই। অন্যদিকে পাকিস্তান‌ও নাছোড়বান্দা থাকায় দীর্ঘ টালবাহানার পর অবশেষে ঘোষিত হয় চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champions Trophy 2025)-এর সূচী। নিরপেক্ষ মাঠ হিসেবে দুবাইয়ে (Dubai) ফেলা হয়েছে রোহিতদের (Rohit Sharma) সব ম্যাচ। কিন্তু তাতেও বিতর্ক (Controversy) থামল কি? একেবারেই না। বরং নতুন করে বিতর্কের আগুনে ঘি ঢাললো পাকিস্তান।

আরও পড়ুন: Champions Trophy: কিপার হিসেবে প্রথম পছন্দ কে এল রাহুল, Rishabh Pant ফিরতে পারেন দেশে

সোমবার সমাজমাধ্যমে (Social Media) একটি ভিডিও ছড়িয়ে পড়েছে(যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ পোল বাংলা)। যেখানে দেখা যাচ্ছে পাকিস্তানের করাচি স্টেডিয়ামে (Karachi Stadium) অন্যান্য প্রতিযোগী দেশগুলির পতাকা থাকলেও, নেই ভারতের জাতীয় পতাকা (Indian Flag)। আর যার পরেই ছড়িয়েছে উত্তাপ। লাহোর (Lahore), করাচি (Karachi) এবং রাওয়ালপিন্ডি (Rawalpindi) — পাকিস্তানের এই তিনটি মাঠে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফি।

আরও পড়ুন: দ্য আর্ট অফ: Googly Bowling

আইসিসির (ICC) নিয়ম অনুযায়ী প্রত্যেকটি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণকারী আটটি দেশের‌ই জাতীয় পতাকা (National Flag) থাকা উচিৎ। সঙ্গে থাকবে আইসিসির পতাকা। কিন্তু করাচিতে দেখা গেছে সম্পূর্ণ উল্টো ছবি। ভিডিওটিতে (Viral Video) দেখা যাচ্ছে করাচি স্টেডিয়ামে ভারতের তেরঙ্গা (Indian Flag) বাদে বাদবাকি সাতটি দেশের পতাকা রয়েছে শুধু। এর আগেও যা দেখা গিয়েছিল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium)। আইসিসির মার্কি টুর্নামেন্টের আগে সেখানেও একটি অনুষ্ঠানে ভারতের জাতীয় পতাকাকে (Indian Flag) ব্রাত্য রাখা হয়।

২০২৩ সালে ভারতে আয়োজিত হয়েছিল একদিনের ক্রিকেটে বিশ্বকাপ (ICC Cricket World Cup)। সেখানে কিন্তু এরকম কোন ঘটনা ঘটেনি। আইসিসির নিয়ম মেনে প্রতিটি স্টেডিয়ামে বাকি সব দেশের সঙ্গে উড়েছিল পাকিস্তানের পতাকাও। করাচির ঘটনা নিয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি পাক ক্রিকেট বোর্ড (PCB)। চুপ রয়েছে আইসিসিও। আর যা নিয়ে বেজায় চটেছেন ভারতীয় ক্রিকেট মহল। তাদের মতে ইচ্ছে করে এইধরণের প্রতিহিংসাপরায়ণ কান্ড ঘটিয়েছে পিসিবি। অন্যদিকে ওয়াঘার ওপারের ক্রিকেট ভক্তদের দাবি এমন কোন ব্যাপার নেই। পাকিস্তানকে বিশ্বের দরবারে নীচু করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে বুধবার। করাচিতে কিউয়িদের (New Zealand) বিরুদ্ধে খেলতে নামবে আয়োজক পাকিস্তান। ১৯৯৬ সালের পর এই প্রথমবার কোন আইসিসি টুর্নামেন্ট (ICC Tournament) আয়োজনের সুযোগ পেয়েছে পাকিস্তান। তার আগে এই ধরণের ঘটনা রীতিমত অস্বস্তিতে রাখবে মহসিন নকভির (Mohsin Naqvi) পিসিবিকে। যদি ভাইরাল ভিডিও (Viral Video ) সত্যি হয় তাহলে ধরে নিতে হবে ভারত যেহেতু পাকিস্তানে খেলতে যাচ্ছেনা তাই ভারতীয় পতাকা (Indian Flag) রাখা হয়নি করাচিতে আর না হলে বিসিসিআইকে (BCCI) অপদস্থ করার জন্য‌ই এমন কান্ড জেনেবুঝে ঘটিয়েছে তারা। এখন তাদের বিরুদ্ধে আইসিসি কোন শাস্তিমূলক ব্যবস্থা নেয় কিনা সেইদিকে তাকিয়ে রয়েছে ভারত (India)।