Sourav Hariyanvi: সৌরভের নতুন মিউজিক ভিডিও প্রকাশ

বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউড (Bollywood) এমন এক ইন্ডাস্ট্রি যেখানে স্বপ্ন দেখা এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক অবিশ্বাস্য যাত্রা থাকে। এরকমই এক স্বপ্নচারী হলেন সৌরভ হরিয়ানভি (Sourav Hariyanvi)। অভিনয় ও প্রযোজনার মাধ্যমে নিজেকে বলিউডে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কলকাতার (Kolkata) ছেলে সৌরভ(Sourav Hariyanvi) মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও কঠোর পরিশ্রমের মাধ্যমে অভিনেতা এবং প্রযোজক হিসাবে নতুন দিগন্তে পৌঁছেছেন। প্রথম থেকেই সৌরভ(Sourav Hariyanvi) ছোটপর্দায় অভিনয় শুরু করেন। তিনি সনি (Sony) এবং কালার্স টিভি (Colors TV)-র বিভিন্ন সিরিয়ালে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনয় দক্ষতা তাকে ইয়াশ রাজ ফিল্মস (Yash Raj Films)-এর মতো বড় প্রোডাকশন হাউজের প্রজেক্টে সুযোগ এনে দেয়। এই অভিজ্ঞতাগুলি তাকে অভিনয়ে দক্ষ করে তোলে এবং বলিউডে তার অবস্থান মজবুত করে।

সৌরভ(Sourav Hariyanvi) তার প্রযোজনার জগতে যাত্রা শুরু করেন তার নিজের কোম্পানি ‘হাই হোপস এন্টারটেইনমেন্ট’ (High Hopes Entertainment) প্রতিষ্ঠার মাধ্যমে। এই কোম্পানি থেকে তিনি এয়ারটেল হাঙ্গামা (Airtel Hungama) সহ বিভিন্ন ওটিটি (OTT) প্ল্যাটফর্মের জন্য বেশ কিছু সফল ছবি প্রযোজনা করেছেন। সম্প্রতি সৌরভ ইউটিউব (YouTube)-এ তার নতুন মিউজিক ভিডিও (Music Video) প্রকাশ করেছেন। গল্পটি একটি অসম্পূর্ণ প্রেমের কাহিনী নিয়ে গড়ে উঠেছে, যেখানে প্রেমিক-প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি ও বিচ্ছেদ দেখানো হয়েছে। বিচ্ছেদের পর দু’জনেই উপলব্ধি করে যে তাদের জীবনে ভালোবাসার মানুষটির গুরুত্ব ঠিক কতখানি। গল্পের মাধ্যমে দেখানো হয়েছে বিচ্ছেদের পর মানসিক শূন্যতা এবং ফিরে আসার আকাঙ্ক্ষা। এই মিউজিক ভিডিওতে(Music Video) সৌরভ(Sourav Hariyanvi) নিজে অভিনয় করেছেন এবং নতুন অভিনেত্রী শ্বেতা তাপারিয়া (Sweta Taparia)-ও প্রধান চরিত্রে রয়েছেন। সৌরভ(Sourav Hariyanvi) খুব শীঘ্রই তার প্রযোজনায় আরো মিউজিক ভিডিও লঞ্চ করতে চলেছেন। তার প্রযোজনায় ‘স্টার নাইট সিজন ৫’ (Star Night Season 5) নামে একটি বড় অ্যাওয়ার্ড শো(Award Show) এবং একাধারে একটি বিউটি পেজেন্ট (Beauty Pageant)-এর আয়োজন হতে চলেছে। এই বিউটি পেজেন্টটি বিভিন্ন ক্যাটেগরির (Category) উপর ভিত্তি করে হবে এবং সৌরভ নিজে এই উদ্যোগে যুক্ত থাকবেন।

সৌরভ(Sourav Hariyanvi) তার জীবনের অনুপ্রেরণার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, “আমার অনুপ্রেরণা হলো একজন স্বপ্নচারী(Dreamer), যে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে। অনেকেই এই ইন্ডাস্ট্রিতে সুযোগ পান না। কিন্তু যারা পায়, তাদের উচিত সেই সুযোগের সঠিক ব্যবহার করা। কঠোর পরিশ্রমই সফলতার আসল চাবিকাঠি।” সৌরভ হরিয়ানভি(Sourav Hariyanvi) তার অধ্যবসায় এবং প্রতিভার মাধ্যমে বলিউডে নিজেকে নতুন দিগন্তে প্রতিষ্ঠিত করেছেন। তার(Sourav Hariyanvi) গল্প অন্যদেরও স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে অনুপ্রাণিত করবে।