WB Weather: আবহাওয়ার রূপ বদল!

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: শীত বিদায় নিলেও প্রকৃতির খামখেয়ালিপনার শেষ নেই(WB Weather)। দিনের শুরুতে হালকা শীত (cold weather), দুপুরের দিকে গরম (hot weather), আর রাতের দিকে মিষ্টি ঠান্ডা (cool breeze)—প্রকৃতির এই অদলবদলের খেলার মধ্যে অনেকেই নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এর মধ্যে হাওয়া অফিস জানিয়েছে নতুন করে আবহাওয়ার (WB Weather) পরিবর্তনের কথা। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (thunderstorm and rain) সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে তারা। আবহাওয়া দফতর(Weather Office) সূত্রে খবর, বুধবার থেকে উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলোতে বৃষ্টি শুরু হবে। বুধ (Wednesday) ও বৃহস্পতি (Thursday) বৃষ্টির পরিমাণ বাড়বে। কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ (Kolkata, Hooghly, Howrah, North 24 Parganas, South 24 Parganas) জেলাগুলোতে এই সময়ের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

নিউজ পোল ইউটিউব লিংক: https://youtu.be/_sCMMSA5Ij8?si=Jog_QpMskWe984N3

শুক্রবার (Friday) মূলত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার (Saturday) ফের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২০ তারিখে (20th date) দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের(Weather Office) পূর্বাভাস অনুযায়ী, ২১ তারিখ (21st date) থেকে হাওয়ার ধরণ কিছুটা বদলালেও বৃষ্টি অব্যাহত থাকবে। এইদিন পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় (East Medinipur, South 24 Parganas, North 24 Parganas) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২২ তারিখে (22nd date) দক্ষিণবঙ্গের প্রায় সবক’টি জেলাতে আবারও বৃষ্টি হবে।

আরও পড়ুন: Kolkata Scam News: অনলাইনে ক্যামেরা কিনতে গিয়ে প্রতারিত দম্পতি!

উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে (Darjeeling, Kalimpong) বৃষ্টি ও কুয়াশার (fog) দাপট অব্যাহত থাকবে। সোমবার সকাল থেকেই দার্জিলিংয়ের বিভিন্ন প্রান্তে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে গেছে। আজ, সোমবার (Monday) বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসে(WB Weather Update) থাকার সম্ভাবনা রয়েছে। তবে বুধ থেকে শনি পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সামনের কয়েকদিনের এই আবহাওয়ার(WB Weather Update) খামখেয়ালিপনার জন্য সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।