ITR Filling: ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে করমুক্ত সুবিধা, বাধ্যতামূলক আইটিআর দাখিল

দেশ

নিউজ পোল ব্যুরো: ২০২৫-২৬ বাজেটে আয়কর রেয়াতের(Income Tax Rebate) ক্ষেত্রে বড় পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitharaman) ঘোষণা করেছেন যে, বার্ষিক ১২ লাখ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। এর আগে এই সীমা ছিল ৭ লাখ টাকা। নতুন কর কাঠামোয় করমুক্ত আয়ের(Tax free Income) এই সুবিধা চালু হবে, যা ২০২৩ সাল থেকেই ডিফল্ট হিসেবে কার্যকর। তবে অনেক করদাতা প্রশ্ন তুলছেন, ১২ লাখ টাকার কম আয় হলেও কি আয়কর রিটার্ন দাখিল(ITR Filling) করতে হবে? কর বিশেষজ্ঞদের মতে, আয়কর রিটার্ন দাখিল করতেই হবে। রিটার্ন দাখিল করলেই করমুক্ত সুবিধা নিশ্চিত করা যাবে। আগে ১২ লাখ টাকা আয়ে নতুন কর ব্যবস্থায় প্রায় ৮০,০০০ টাকা কর দিতে হত। নতুন নিয়ম অনুযায়ী করদাতাদের কোনও কর দিতে হবে না, যদি তাঁরা সঠিকভাবে আইটিআর(ITR Filling) ফাইল করেন এবং রিবেটের সুবিধা নেন(Rebate Benefit)।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সুরেশ সুরানা জানাচ্ছেন, “বার্ষিক আয় যদি ১২ লাখ টাকার কমও হয়, তবুও রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। তবে আয় যদি প্রাথমিক করছাড়ের(Basic Exemption Limit) সীমার নিচে থাকে, তাহলে রিটার্ন দাখিল না করলেও চলবে।” তাছাড়া, যদি কারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি টাকার বেশি জমা থাকে, বছরে ১ লাখ টাকার বেশি বিদ্যুৎ বিল দিতে হয় বা বিদেশ ভ্রমণে ২ লাখ টাকার বেশি খরচ হয়, তাহলে রিটার্ন দাখিল(ITR Filling) করা বাধ্যতামূলক। নতুন কর কাঠামোয় করমুক্ত আয়ের সীমা ৭ লাখ টাকা থেকে বাড়িয়ে ১২ লাখ টাকা করা হয়েছে। ফলে প্রায় ১ কোটি করদাতা, যাঁরা আগে ২০,০০০ থেকে ৮০,০০০ টাকা পর্যন্ত কর দিতেন(ITR Filling), এখন তাঁদের কর দিতে হবে না।নতুন কর কাঠামোয় মোট ৭টি স্ল্যাব(Tax Slabs) রয়েছে, এবং অতিরিক্ত ২৫ শতাংশ কর স্ল্যাবও যোগ করা হয়েছে। নতুন স্ল্যাবগুলো হল:

০ – ৪,০০,০০০ টাকায়: কোনও কর নেই।
৪,০০,০০১ – ৮,০০,০০০ টাকায়: ৫ শতাংশ কর।
৮,০০,০০১ – ১২,০০,০০০ টাকায়: ১০ শতাংশ কর।
১২,০০,০০১ – ১৬,০০,০০০ টাকায়: ১৫ শতাংশ কর।
১৬,০০,০০১ – ২০,০০,০০০ টাকায়: ২০ শতাংশ কর।
২০,০০,০০১ – ২৪,০০,০০০ টাকায়: ২৫ শতাংশ কর।
২৪,০০,০০১ টাকা বা তার বেশি আয়ে: ৩০ শতাংশ কর।

এই নতুন কর কাঠামো(ITR Filling) করদাতাদের করের বোঝা কমানোর পাশাপাশি আরও বেশি স্বচ্ছ(Transparent) ও সহজ কর নীতি(Simplified Tax Policy) প্রণয়নে সহায়ক হবে। তবে করমুক্ত সুবিধা পেতে হলে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল(ITR Filling) করতে হবে।