নিউজ পোল ব্যুরো: অমিতাভ বচ্চনের(Amitabh Bacchan) জামাই ও ভারতের প্রথম সারির শিল্পপতি নিখিল নন্দার(Nikhil Nanda) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, তিনি প্রতারণা এবং আত্মহত্যায় প্ররোচনা(Suicide Attempt) দেওয়ার ঘটনায় জড়িত। Escorts Kubota সংস্থার চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর নিখিল নন্দার(Nikhil Nanda) বিরুদ্ধে উত্তরপ্রদেশের বাবুয়ান জেলার দাতাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারীর দাবি অনুযায়ী, নিখিল নন্দা-সহ(Nikhil Nanda) একাধিক আধিকারিকের বিরুদ্ধে এই মামলা রুজু হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে শোরগোল পড়ে গেছে। জ্ঞানেন্দ্র নামক এক ব্যক্তির দায়ের করা অভিযোগ থেকে জানা গিয়েছে, তাঁর(Nikhil Nanda) ভাই জিতেন্দ্র সিং(Jitendra Sing) একটি ট্রাক্টর কোম্পানি ‘জয় কিষাণ ট্রেডার্স’ পরিচালনা করতেন। দাতাগঞ্জের আশপাশ এলাকায় ব্যবসা চালাতেন জিতেন্দ্র(Jitendra Sing)। তাঁর অংশীদার ছিলেন লাল্লা বাবু নামে এক ব্যক্তি, যিনি পারিবারিক সমস্যার কারণে জেলে রয়েছেন। ফলে পুরো ব্যবসার ভার পড়ে জিতেন্দ্রর উপর।
জ্ঞানেন্দ্রর অভিযোগ, নিখিল নন্দা(Nikhil Nanda) এবং সংস্থার অন্যান্য কর্মকর্তারা জিতেন্দ্রর ওপর বিক্রির চাপ প্রয়োগ করছিলেন। বিক্রির লক্ষ্যমাত্রা পূরণ না হলে ব্যবসা নিলাম করার ও ডিলারশিপ বাতিল করার হুমকিও দেওয়া হয়। এই মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকায় জিতেন্দ্র গভীর অবসাদে ভুগছিলেন এবং শেষ পর্যন্ত ২২ নভেম্বর নিজের জীবন শেষ করেন। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২১ নভেম্বর নিখিল নন্দাসহ(Nikhil Nanda) সংস্থার আধিকারিকরা জিতেন্দ্রর সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরদিন তাঁর মৃত্যু ঘটে। জিতেন্দ্রর বাবা শিব সিং(Shiv Sing) জানান, তিনি তাঁর ছেলের মৃত্যুর পেছনে নিখিল নন্দার(Nikhil Nanda) হাত রয়েছে, তা জানতেন না। তিনি ওই সংস্থার কর্মকর্তাদেরও ছেলের মৃত্যুর জন্য দায়ী করেন এবং বিচার দাবি করেন। জিতেন্দ্রর(Jitendra Sing) পরিবার আরও অভিযোগ করেছে যে আদালতের হস্তক্ষেপ না হলে পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। আদালতের(Court) নির্দেশেই অবশেষে এই মামলা দায়ের করা হয়। বর্তমানে এই মামলার তদন্ত চলছে এবং নিখিল নন্দা-সহ(Nikhil Nanda) অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জিতেন্দ্রর(Jitendra Sing) পরিবারের সদস্যরা। ঘটনা(Nikhil Nanda) ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে, আর পুরো বিষয়টি নিয়ে দফায় দফায় তদন্ত চালানো হচ্ছে।