নিউজ পোল স্পোর্টস ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে এক চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সাকলাইন মুস্তাক (Saqlain Mushtaq)। চ্যাম্পিয়ন্স খেলতে পাকিস্তানে না যাওয়ার প্রসঙ্গে ভারতের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সরাসরি জানিয়ে দেন, ভারতের উচিত শিক্ষা পাওয়া প্রয়োজন। আইসিসির এই বিষয়ে হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে।
আরও পড়ুনঃ East Bengal: পাঞ্জাবের বিরুদ্ধে ফিরছেন রিচার্ড-জিকসন? সত্যিটা জানালেন লাল-হলুদ কোচ
২০০৪ সালে সাকলাইন মুস্তাককে (Saqlain Mushtaq) ছক্কা মেরেই প্রথম ভারতীয় হিসেবে টেস্টে ৩০০ রানের মাইলফলক ছুঁয়েছিলেন বীরেন্দ্র সেহবাগ। সেই সাকলাইন মনে করেন চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে পাকিস্তানকে বাধা দেওয়াই ভারতের উদ্দেশ্যে ছিল। বলেন, “ওদের বাহানার শেষ নেই। একের পর এক ঝামেলা পাকায় ওরা। অথচ আমরা এখনো ওদের প্রশংসা করে চলেছি। পাকিস্তানের বাচ্চারা বিরাট কোহলি, জশপ্রীত বুমরাহ্দের দেখতে চায়।” আরও যোগ করেন, “ওরা কোন জগতে বাস করে জানি না। কবে শোধরাবে? ওদের শিক্ষা হওয়া দরকার। আমার মনে হয়, পাকিস্তানের নিজের সিদ্ধান্তে অনড় থাকা উচিত।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ভারতের চাহিদার শেষ নেই বলে দাবি করেন সাকলাইন (Saqlain Mushtaq)। পাশাপাশি এও জানান যে ভারতের ভিসা পেতে তাঁকে বেশ বেগ হতে হয়েছে সাম্প্রতিককালে। বলেন, “পিসিবি আমাকে মেন্টর নিযুক্ত করার আগে আমি নিউজিল্যান্ডের স্পিন পরামর্শদাতা ছিলাম। ওদের হয়ে ভারত সফরে যাওয়ার ৫ মাস আগে আমি ভিসার জন্য আবেদন জানিয়েছিলাম। দুমাস পরে ডাক পেলেও আমার সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করা হয়। আমাকে লাইনে দাঁড়াতে বলা হয়েছিল। এরপর তিন মাসেও ভিসা প্রক্রিয়া চালু হয়নি। এরমধ্যে পিসিবি থেকে প্রস্তাব পেয়েছিলাম। তাই ভিসার আবেদন খারিজ করে দিই। কিন্তু ওরা ভিসার ফি নিয়ে নিয়েছিল।”