Nadia News: মায়াপুরে পুলিশের বারাক থেকে উদ্ধার এসআই-এর ঝুলন্ত দেহ

জেলা

নিউজ পোল ব্যুরোঃ পুলিশের বারাক থেকে উদ্ধার হল এসআই (SI)-এর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। (Nadia) মায়াপুর (mayapur)পুলিশ বারাকে এসআইয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে বলেই জানা গিয়েছে। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কারণ তদন্ত করে দেখছে পুলিশ।

নদিয়ার নবদ্বীপ থানার মায়াপুর পুলিশ ফাঁড়িতে ঘটেছে চাঞ্চল্যকর ঘটনাটি। মৃত পুলিশ অফিসারকে দেবাশিস গড়াই নামে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর আসল কারণ জানাতে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, বীরভূমের নানুর এলাকায় বাড়ি মৃত এসআই (SI)-এর দেবাশিস গড়াইয়ের। তিনি চাকরি সূত্রে পোস্টিং ছিলেন মায়াপুর পুলিশ ফাঁড়িতে। ওই ফাঁড়ির পাশেই পুলিশ কর্মীদের জন্য থাকা বারাকের একটি ঘরে তিনি থাকতেন। সেই ঘরেই এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/19/kakeibo-money-saving-method-japanese-technique-for-easy-savings/

এদিন তাঁরই সহকর্মীররা জানিয়েছেন বুধবার সকাল হলেও অনেকক্ষণ থেকেই দরজা খোলেননি তিনি। প্রথমে কিছু মনে না হলেও পরে সন্দেহ হয়। তাঁর সহকর্মীরা অনেক ডাকাডাকি করলেও দেবাশিস গড়াই সাড়া দেননি। অন্যান্য পুলিশ কর্মীরা তখন ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন। তার পরেই তাজ্জব হয়ে যান সকলে। দেখেন দেবাশিস গড়াই গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন। প্রাথমিকভাবে পুলিশ অনুমান করছে এটা আত্মহত্যা। তবে মানসিক অবসাদ,পারিবারিক কারণ নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না তার উত্তরই খুঁজছে পুলিশ।