East Bengal: ইস্টবেঙ্গলের ট্রফি জয়ের ভাগ্য এখন আদালতের হাতে

ক্রীড়া ফুটবল

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: কলকাতা লিগের (CFL) জল এবার আদালত (Court) পর্যন্ত গড়াল। ডায়মন্ড হারবার এফসির (DHFC) আবেদনের ভিত্তিতে ইস্টবেঙ্গলকে (East Bengal) এখন‌ই সি‌এফ‌এল বিজয়ী ঘোষণা করা যাবে না সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আদালত (Alipore Court)। ১৯ মার্চ পর্যন্ত চূড়ান্ত ফলাফল (Result) জানাতে পারবে না আই‌এফ‌এ (IFA)। এই বিষয়ে সব পক্ষকে নোটিশ (Notice) দেওয়ার দিয়েছে আদালত।

আরও পড়ুন: East Bengal: পাঞ্জাবের বিরুদ্ধে ফিরছেন রিচার্ড-জিকসন? সত্যিটা জানালেন লাল-হলুদ কোচ

গত ১৩ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের (East Bengal) বিরুদ্ধে লিগের নির্ণায়ক ম্যাচে খেলার কথা ছিল কিবু ভিকুনার (Kibu Vicuna) ছেলেদের। কিন্তু পরপর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ (RFDL) এবং আইলিগ-২ (I-League 2) -এর ম্যাচ থাকায় তারা সূচী (Schedule) পরিবর্তনের দাবি জানায় আইএফ‌এ’র (IFA) কাছে। দাবি মেনে ১৪ ফেব্রুয়ারি আর‌এফডি‌এলে ডায়মন্ড হারবার-মোহনবাগান (DHFC-Mohun Bagan) ম্যাচ পিছিয়ে দেয় বঙ্গ ফুটবল সংস্থা। কিন্তু তারপরেও মাঠে নামেনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল কারণ কলকাতা লিগের ম্যাচের আগেরদিন অর্থাৎ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় তাদের এই খবর জানানো হয়।

১৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে ছিল ইস্টবেঙ্গল (East Bengal)। সমসংখ্যক ম্যাচ খেলে ডায়মন্ড হারবার ছিল ৩৯ পয়েন্টে। ভবানীপুর (Bhawanipore Club) লাল-হলুদকে ওয়াক-ওভার দেওয়ায় দুই দলের মধ্যে ফারাক দাঁড়ায় ৫ পয়েন্টের। ডায়মন্ড হারবারের বাকি ছিল ইস্টবেঙ্গল এবং মহামেডান (Mohammedan SC) ম্যাচ। ফলে লিগ জেতার সুযোগ ছিল তাদের সামনেও। কিন্তু লাল-হলুদের বিরুদ্ধে নামার আগে পর্যাপ্ত সময় পায়নি তারা, এই মর্মে আইএফ‌একে চিঠি দেয় ডায়মন্ড হারবার কর্তৃপক্ষ এবং জানিয়ে দেয় তারা দল নামাবে না।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আইনি পদক্ষেপ (Legal Step) নেওয়ার হুঁশিয়ারি আগেই দিয়েছিল ডায়মন্ড হারবার (DHFC)। তখন‌ই বোঝা গিয়েছিল এত সহজে মরশুমের প্রথম খেতাব হয়ত আসবে না লাল-হলুদ শিবিরে। ইস্টবেঙ্গল (East Bengal) ম্যাচের পাশাপাশি মহামেডান ম্যাচেও দল নামায়নি ডি‌এইচ‌এফসি। এই দুটি ম্যাচ এবং লিগের ফলাফল নির্ণয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য ২০ ফেব্রুয়ারি লিগ সাব কমিটির বৈঠক ডেকেছিল আই‌এফ‌এ। কিন্তু তার আগেই আদালতের নির্দেশ এসে যাওয়ায় ইস্টবেঙ্গলের ট্রফি জয়ের ভাগ্য এখন আদালতের কাঠগড়ায়।