নিউজ পোল স্পোর্টস ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুখোমুখি ভারত-বাংলাদেশ (IND Vs BAN)। এই ম্যাচে ফের টস হারলেন রোহিত। দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) প্রথম ম্যাচ টসে (Toss) জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে টস হেরে এক নয়া নজির গড়ে ফেলল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)।
ওডিআই ক্রিকেটে ভারত শেষবার টসে জিতেছিল ২০২৩ সালে। ম্যাচটি ছিল বিশ্বকাপের সেমিফাইনাল। ওয়াংখেড়েতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এরপর টানা ১১টি একদিনের ম্যাচে টস হেরে যুগ্মভাবে টানা সবথেকে বেশি টস হারার নজির গড়ে ফেলল ভারত। উল্লেখ্য, এর মধ্যে সব ম্যাচে কিন্তু রোহিত খেলেননি বা অধিনায়কত্ব করেননি।
ভারত ছাড়াও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট টানা ১১টি টস হারার রেকর্ড রয়েছে নেদারল্যান্ডসের। ২০১১ থেকে ২০১৩ সালের মধ্যেকার সময়ে এই রেকর্ড গড়েছিল তারা। আর এবারে ভারত স্পর্শ করে ফেলল এই নজির। যদিও এদিন টস হারলেও স্বভাবসিদ্ধভাবে অখুশি হননি অধিনায়ক হিটম্যান। বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। রোহিত বলেন, তিনি টসে জিতলে ফিল্ডিংই নিতেন প্রথমে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
২০২৩ বিশ্বকাপ ফাইনাল থেকে ভারতের টস হারার অধ্যায় শুরু। সেদিনও একইরকম কথা বলতে শোনা গিয়েছিল রোহিতকে। টসে জিতে প্যাট কামিন্স প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন রোহিত বলেছিলেন, তিনি ফাইনালে প্রথমে ব্যাট করতেই চেয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-বাংলাদেশ (IND Vs BAN) ম্যাচ উস্কে দিচ্ছে সেই স্মৃতিও। মোতেরায় ২০১৯ সালের ১৯ নভেম্বর শেষরক্ষা হয়নি। তবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত টস হারলেও ম্যাচ জিতবে, নিশ্চিতভাবে এমনটাই চাইবে আপামর সমর্থককুল। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ২৬।