নিউজ পোল ব্যুরো: মাতৃভাষার (Mother Language Day) জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছিলেন,তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (Mother Language Day) হিসেবে উদযাপিত হয়। এটি শুধু ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন নয় বরং নিজের ভাষার প্রতি গভীর শ্রদ্ধা ও গর্ববোধ (Pride in Language) করার একটি বিশেষ মুহূর্ত। বাঙালির আত্মত্যাগের ইতিহাসের কারণেই (Martyrs for Language) দিনটি আজীবন স্মরণীয় হয়ে থাকবে। ১৯৫২ সালে ঢাকায় বাংলার জন্য জীবন দানকারী ভাষাশহীদদের (Martyrs for Language) আত্ম্যত্যাগ ছিল ভাষার অধিকার (Language Rights)প্রতিষ্ঠার এক মহান অধ্যায়। সেই শহীদদের শ্রদ্ধা জানাতে এবং ভাষার গুরুত্ব তুলে ধরতে বিশ্বের নানা প্রান্তে (Global Celebrations) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (International Mother Language Day) উদযাপিত হয়।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/p/12JhkPQyuMn/
শিলিগুড়িতেও এই দিনটি পালিত হয় এক বিশেষ আয়োজনের মধ্যে দিয়ে। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে,শিলিগুড়ি পুর্নিগম এবং রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের (Cultural Department) যৌথ উদ্যোগে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই অনুষ্ঠানে শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যান (Chairman) প্রতুল চক্রবর্তী,মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ নানা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাংলা গানের মধ্যে দিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা জানানো হয়,যা দিনটির গুরুত্বকে (Importance of Language Day) আরও উদ্ভাসিত করে।
আরও পড়ুন: Mother Language Day 2025 কলকাতায় ভাষা দিবসে হাজির বঙ্গবন্ধু
মাতৃভাষা দিবসের (International Mother Language Day) এই মহোৎসবের মাধ্যমে আমরা আমাদের ভাষা ও সংস্কৃতির ঐতিহ্যকে (Cultural Heritage) আরও গভীরভাবে অনুভব করতে পারি। এটি আমাদের মধ্যে নতুন করে ভাষার প্রতি ভালোবাসা এবং সন্মান (Respect for Language) জন্মাতে সহায়তা করে,যা ভবিষ্যতে আমাদের সাংস্কৃতিক গৌরবের (Cultural Pride) ভিত্তি হিসেবে কাজ করবে।