New Jalpaiguri Railway Court Inauguration: নিউ জপাইগুড়ি রেলওয়ে কোর্টের আধুনিকীকরণ,বাড়বে গতিশীলতা

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: নতুন রূপে নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্টের (New Jalpaiguri Railway Court Inauguration)উদ্বোধন। নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্ট সম্প্রতি ব্যাপক সংস্কারের পর পুনরায় উদ্বোধন করা হয়েছে। শনিবারের এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Bishwajit Basu),জলপাইগুড়ির জেলা জজ অরুন কিরণ বন্দোপাধ্যায়,এডিআরএম (ADRM) এবং রেলওয়ে ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ সর্দার (Siddhartha Sardar))।

বিচারপতি বিশ্বজিৎ বসু কোর্টের আধুনিকায়ন (court modernization) এবং পরিকাঠামোর উন্নতির (infrastructure improvement) প্রশংসা করেছেন এবং আশাবাদী যে এই উন্নয়ন কোর্টের কার্যক্রম (court operations) আরও দক্ষ ও গতিশীল (efficient and dynamic) করবে। তিনি জানিয়েছেন,এটি অত্যন্ত ভালো কাজ করছে এবং আশা করছি এর মাধ্যমে রেলের আয়ও (rail revenue) বৃদ্ধি পাবে।

১৯৮১ সালে চালু হওয়া নিউ জলপাইগুড়ি রেলওয়ে কোর্ট (New Jalpaiguri Railway Court Inauguration) মূলত রেলে ঘটে চলা অপরাধ (railway crimes),টিকিট না কেটে সফর,মালপত্র চুরি (goods theft) ও বিভিন্ন রেলওয়ে সংক্রান্ত অপরাধের বিচারকার্য (railway-related cases) পরিচালনা করে। প্রতিবছর প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মামলা (cases) এই করতে জমা হয় এবং অনেকগুলি মামলার নিষ্পত্তিও (case disposal) এখানে হয়।

আরও পড়ুন:https://www.facebook.com/share/p/1GoPdSgVbs/

রেলের বর্ধিত কার্যক্রম এবং মামলার চাপের (case load) কারণে দীর্ঘদিন ধরে কোর্টের পরিকাঠামো নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। তাই গত কয়েক বছর ধরে নতুনভাবে কোর্টের আধুনিকীকরণের কাজ চলছিল। নতুন করে তৈরী হওয়া কোর্টটি (newly renovated court) এখন আরও আধুনিক প্রযুক্তি ও সুব্যবস্থাপনার মাধ্যমে মামলার শুনানি (case hearings)পরিচালনা করছে।

এছাড়া,মালদা থেকে গুয়াহাটি (Malda to Guwahati) পর্যন্ত বিভিন্ন রেলওয়ে মামলার শুনানি এই কোর্টে হতে থাকে,যা এলাকার রেল ব্যবস্থাপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দিক। বর্তমানে, এই নতুন রূপে কোর্টটির উদ্বোধন হওয়ার পর বিচারপতি বিশ্বজিৎ বসু আশাবাদী যে,এটি শুধু কোর্টের কাজকর্মকে (court proceedings) আরও গতিশীল করবে না বরং এলাকার মানুষের জন্য সুষ্ঠু বিচার ব্যবস্থাও নিশ্চিত (fair judicial system) করবে।