নিউজ পোল ব্যুরোঃ মর্মান্তিক দুর্ঘটনা(Accident)। বৈষ্ণোদেবী মন্দির (Vaishno Devi ) থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা (Accident) ঘটেছে। মন্দির থেকে ফেরার পথে একটি বাস রাস্তা থেকে পিছলে ৩০ ফুট গভীর খাদে উল্টে বিপত্তি ঘটেছে। এই ঘটনায় বাসের চালকের মৃত্যু হয়েছে। ১৭ জন তীর্থযাত্রী(pilgrims) আহত হয়েছেন ।নিউজ
পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/v/18WU8EKG27/
জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় জম্মুর(Jammu ) কাছে মাতা বৈষ্ণোদেবী মন্দির থেকে ফেরার পথে একটি বাস রাস্তা থেকে পিছলে ৩০ ফুট গভীর খাদে উল্টে যায়। দুর্ঘটনায় হিমাচল প্রদেশের( Himachal Pradesh) একজন চালক নিহত হয়েছেন। মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং উদ্ধারকারী দল এবং পুলিশের তাৎক্ষণিক প্রচেষ্টার প্রশংসা করেছেন। UK-07PA-5640 নম্বরের বাসটি দিল্লি যাচ্ছিল এবং জম্মু বাস স্ট্যান্ড থেকে প্রায় আট কিলোমিটার দূরে মান্দার কাছে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন আধিকারিকরা। তারা জানিয়েছেন, একটি বাঁক নেওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং বাসটি খাদে পড়ে। খবর পেয়েই উদ্ধার অভিযান শুরু করা হয়।
আরও পড়ুন: Siddharth Malhotra and Kiara Advani: সিড কিয়ারার ঘরে শীঘ্রই আসতে চলেছে নতুন অতিথি
আহত ১৭ জন যাত্রীকে উদ্ধার করে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা “স্থিতিশীল” বলে জানা গিয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন বাসের চালক ঘটনাস্থলেই মারা যান এবং পরে পুলিশ, রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (SDRF), ট্রাফিক পুলিশ এবং অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা কর্মীদের একটি যৌথ দল দুই ঘন্টারও বেশি সময় ধরে প্রচেষ্টার পর ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তির নাম রাকেশ। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য জিএমসি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।