Mohun Bagan: আমাদের খুঁজলে পাবে, সোনায় লেখা ইতিহাসে

ক্রীড়া ফুটবল

নিউজ পোল স্পোর্টস ব্যুরো: এক অবিস্মরণীয় রবিবার ক্রীড়া প্রেমীদের জন্য। জোড়া উপহার। জোড়া সেলিব্রেশন। একটা দিল টিম ইন্ডিয়া (Team India)। আরেকটা মোহনবাগান (Mohun Bagan)। জমজমাট রবিবারে পাকিস্তানকে (IND vs PAK) ৬ উইকেটে হারাল মেন ইন ব্লুজরা (Men in Blues)। অন্যদিকে যুবভারতীতে (VYBK) শেষ মুহূর্তে ওড়িশার (Odisha FC) জালে বল জড়িয়ে টানা দুই মরশুম লিগ-শিল্ড (League Shield) জিতল সবুজ মেরুন। এক‌ই সঙ্গে আগামী বছর আবার‌ও এ‌এফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2) খেলার জন্য ছাড়পত্র পেয়ে গেল তারা। এ যেন এক মায়াবী রাত। এমন রাত আসে বহু প্রতীক্ষার পর।

আরও পড়ুন: IND Vs PAK: পাকিস্তান ছড়িয়ে লাট করল নাকি কোহলিরা আসলেই সর্বশ্রেষ্ঠ!

সন্ধ্যা থেকে একদিকে যেমন চোখ ছিল দুবাইয়ে (Dubai) তেমন‌ই নজর ছিল যুবভারতীর দিকেও। ইতিহাস গড়ার লক্ষ্যে নেমেছিল হোসে মোলিনার (Hose Molina) দল। শুরু থেকেই আক্রমণের ঝাঁঝ‌ও বাড়িয়েছিল মেরিনার্সরা (Mariners)। এদিন শুরু থেকেই ম্যাকলারেনের (Jamie Maclaren) সঙ্গে জুটি বাঁধেন মোহনবাগানের (Mohun Bagan) মিডফিল্ড মায়েস্ত্রো (Midfield Maestro) গ্রেগ স্টুয়ার্ট (Greg Stewart)। কিন্তু গোলের কাছাকাছি পৌঁছেও কিছুতেই সেই ডেডলক (Deadlock) ব্রেক করতে পারছিলেন না বাগান ফুটবলাররা। অপেক্ষার প্রহর বাড়তেই থাকে।

বিরতির (Halftime) পরেও এক‌ই ছবি। বারংবার আক্রমণেও ম্যাচ এগোতে থাকে গোলশূন্য ড্রয়ের (Goalless Draw) দিকে। দিমি (Dimitri Petratos) থেকে কামিংস (Jason Cummings) কেউই গোলমুখ খুলতে পারছিলেন না। ৮৪ মিনিটের মাথায় মোর্তাদা ফল (Mourtada Fall) লাল কার্ড (Red Card) দেখলে ১০ জনে হয়ে যায় ওড়িশা। কিন্তু তারপরেও গোল না আসায় হতাশ হয়ে মাঠ ছাড়ার কথা ভাবতে থাকেন সবুজ মেরুন (Mohun Bagan) সমর্থকরা। আর এরপরেই ম্যাজিক। সংযুক্ত সময়ে (৯০+৩’) ডান প্রান্ত থেকে দিমিকে লক্ষ্য করে বল বাড়ালেন মনবীর (Manveer Singh)। দিমির পা ছুঁয়ে বল ওড়িশার গোলে। দিমি ম্যাজিক (Dimi Magic)!

একটা সময় বাগান (Mohun Bagan) জনতার প্রিয় পাত্র ছিলেন দিমি। কিন্তু চলতি মরশুমে সেভাবে পারফর্ম করতে না পারায় তিনিই হয়ে উঠেছিলেন চক্ষুশূল। ‘গো ব্যাক দিমি’ (Go Back Dimi) রব‌ও উঠেছিল। কিন্তু এটাই জীবন। এই দিমির পায়েই এল সেই বহু কাঙ্ক্ষিত গোল। যে গোল আবার‌ও ভারত সেরার শিরোপা জুড়ে দিল মোহানবাগানের মুকুটে। গোল করে আবেগতাড়িত হয়ে পড়েন দিমি‌ও। ছুটে যান গ্যালারির (Mohun Bagan Gallery) উদ্দেশ্যে‌। সেই চেনা স্টেনগান সেলিব্রেশন। কিন্তু তার মাঝেও নজর এড়ায়না চোখের কোণা চিকচিক করছে তাঁর।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

নিজেকে ধরে রাখেননি কোচ হোসে মোলিনাও। এমনিতে খুব একটা উচ্ছ্বাস প্রকাশ করেননা তিনি। কিন্তু এদিন ছুটে গেলেন মাঠের মাঝখানে। সাপোর্ট স্টাফ থেকে ফুটবলাররা জড়িয়ে ধরলেন একে অপরকে। বাঁধ ভাঙল যুবভারতীর‌ও। পুরো স্টেডিয়াম জুড়ে তখন শুধুই ‘আমরাই মোহনবাগান’ (Mohun Bagan)। দুই ম্যাচ বাকি থাকতেই ২২ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ-শিল্ড পকেটে পুড়ল মোহনবাগান। আইএস‌এলের ইতিহাসে প্রথমবার কোন দল ৫০ -এর গন্ডি টপকালো। তবে আজ‌ই শিল্ড হাতে পায়নি তারা। আগামী ৮ মার্চ নিজেদের শেষ ম্যাচে যুবভারতীতে শিল্ড পাবেন দিমিরা। সঙ্গে জিততে হবে আই‌এস‌এল (ISL) কাপটাও। গতবার যা জেতা হয়নি। ম্যাচের ফলাফল: মোহনবাগান ১ (দিমি ৯৩’)ওড়িশা ০