নিউজ পোল স্পোর্টস ব্যুরো: ঘরের মাঠে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পথে পাকিস্তান (Pakistan Cricket Team)। নিউজিল্যান্ড এবং ভারতের কাছে টানা দুই ম্যাচে হেরেছে মহম্মদ রিজওয়ানের দল। এই জোড়া হারেই কার্যত বিদায় ঘটে গিয়েছে পাকিস্তানের। যদিও এখনো অঙ্কের বিচারে সেমিফাইনালে পৌঁছতে পারে তারা। তবে সেক্ষেত্রে রয়েছে কিছু সমীকরণ।
নিউজিল্যান্ড এবং ভারতের কাছে হারে পাকিস্তানের (Pakistan Cricket Team) নেট রান রেট এখন তলানিতে এসে পৌঁছেছে। দুই ম্যাচ খেলে তাদের নেট রান রেট -১.০৮। যা গ্রুপে চারটি দলের মধ্যে সর্বনিম্ন। তবু এই নেট রান রেটই পারে পাকিস্তানকে (Pakistan Cricket Team) সেমিফাইনালে তুলতে। সেজন্য বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে তাদের। যদিও শুধু নিজেদের নেট রান রেট বাড়ালেই চলবে না। সেইসঙ্গে দু-একটি সমীকরণও বাবর-রিজওয়ানদের পক্ষে আসতে হবে।

সোমবার রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে বাংলাদেশ। পাকিস্তান (Pakistan Cricket Team) অবশ্যই চাইবে নিউজিল্যান্ড এই ম্যাচে হারুক। কারণ, কিউইরা এদিন জেতা মানেই দুটি জয়ের সঙ্গে ৪ পয়েন্টে পৌঁছে যাবে তারা। ভারত ইতিমধ্যেই দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে গিয়েছে। অর্থাৎ নিউজিল্যান্ড এদিন বাংলাদেশকে হারালে সঙ্গে সঙ্গে তারা এবং ভারত সেমিফাইনালে চলে যাবে। কারণ এই দুই দল বাদে আর কোনো দলের পক্ষে ৪ পয়েন্টে পৌঁছানো সম্ভব নয়।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
তবে শুধু এদিন বাংলাদেশ জিতলেই হবে না। ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ভারতকেও জিততে হবে। কারণ, এদিন হেরে ভারতের বিরুদ্ধে জিতলেও নিউজিল্যান্ড ৪ পয়েন্টে পৌঁছে যাবে। ফলে বিদায় নিতে হবে প্রতিযোগিতার আয়োজকদের। তবে এসব কিছুই বাবরদের নিজেদের হাতে নেই। তাঁদের হাতে কেবল বাংলাদেশ ম্যাচ। এই ম্যাচে শুধু জিতলেই চলবে না। জিততে হবে বড় ব্যবধানে। তা নাহলে এত হিসেব কষা সার!