নিউজ পোল ব্যুরো: রাত পোহালেই সোমবার (Monday)। আর এই নতুন সপ্তাহের প্রথম দিনে প্রতিটি রাশির ভাগ্য (Fate) কিভাবে খুলবে, তা জানাচ্ছে জ্যোতিষ শাস্ত্র রাশিফল (Horoscope)। দেখে নিন,২৪ ফেব্রুয়ারি ২০২৫ সোমবারের রাশিফল (Horoscope) আপনার জন্য কী বলছে।
মেষ: আজ আপনার খরচ নিয়ে খুব বেশি চিন্তা (Thoughts) করতে হবে না। কারণ যদি আপনি ভাল আয় করতে পারেন, তাহলে খরচ সহজে মিটিয়ে ফেলতে পারবেন। বন্ধুদের সঙ্গে মজা করার জন্য পার্টি (Party) বা কোন আয়োজনে যোগ দেওয়ার পরিকল্পনা (Planning) করতে পারেন। আইনি কোন বিষয়ে সতর্ক থাকতে হবে এবং পারিবারিক সমস্যায় (Family problems) কিছুটা চাপ বাড়তে পারে।
বৃষ: আপনার পরিবারের সুখ ও শান্তি থাকবে যেসব কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ ছিল তা এখন সম্পন্ন হবে। ঋণ থাকলে তবে তো অনেকটাই পরিশোধিত হবে। আপনার দৈনন্দিন রুটিন (Daily routine) ঠিক রাখার চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সাফল্য (Success) আসতে পারে। কঠোর পরিশ্রমের (Hard work) পুরস্কার পাবেন।
কর্কট: আপনার কাজের কিছু অসুবিধা থাকলেও সেগুলো কাটিয়ে উঠবেন। কর্মস্থলে কিছু প্রতিদ্বন্দ্বী (Rival) আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। তাই সতর্ক (Be careful) থাকুন। আগামীকাল যাত্রা করলে মনোযোগ রাখতে হবে। সরকারি সুবিধা গুলি আপনার জন্য প্রাপ্ত হবে এবং আপনি সন্তানের ভবিষ্যতের জন্য বড় বিনিয়োগ (Big investment) করতে পারেন।
সিংহ: অকারণে রাগ করা ঠিক নয়। আপনার কাজে ধৈর্য এবং সাহস দেখানো উচিত। কিছু সিদ্ধান্তের (Decision) পরে আপনি অনুশোচনায় (Regret) ভুগতে পারেন। তবে কিছু নতুন প্রচেষ্টা সফল হতে পারে। পারিবারিক সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি (Misunderstanding) হতে পারে।
কন্যা: আপনার অবসর সময় (Free time) নষ্ট করার চেয়ে কাজের দিকে মনোযোগ দেওয়া ভালো। নারী বন্ধুদের বিষয়ে সতর্ক থাকতে হবে। আবহাওয়ার পরিবর্তন (Weather changes) আপনার স্বাস্থ্যে কিছু প্রভাব ফেলতে পারে। পরিবারে কোন শুভ আয়োজনের প্রস্তুতি শুরু হতে পারে।