নিউজ পোল ব্যুরো: খাস কলকাতার (kolkata) নিউটাউনে(New Town) নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্যজুড়ে। সেই ঘটনার ১৯ দিনের মাথায় চার্জশিট দিল পুলিশ। ১৯ দিনের মাথায় চার্জশিট দেওয়ার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।
নিউটাউনে নাবালিকা ধর্ষণ ও খুনের(Rape and Murder) ঘটনায় সোমবার বারাসাত আদালতে চার পাতার চার্জশিট জমা করেছে নিউটাউন থানার পুলিশ। সেখানে উল্লেখ করা হয়েছে টোটো চালক সৌমিত্র রায় একমাত্রই মূল অভিযুক্ত। জানা গিয়েছে, অভিযুক্ত সৌমিত্র নদিয়ার রানাঘাটের বাসিন্দা । তবে সে নিউটাউনের আদর্শ পল্লী এলাকায় ভাড়া থাকত । এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ৬০০ পাতার সিডি যেখানে সমস্ত তথ্য প্রমান উল্লেখ রয়েছে। সেটি জমা দেওয়া হয়েছে। ৪ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে যেখানে সর্বোচ্চ সাজার আবেদন জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজে দেখে নাবালিকা গৌরাঙ্গ নগর বাড়ি যাবে বলে রাত ১১টা বেজে ৪৯ নাগাদ জগতপুর ৭ নম্বর এলাকা থেকে নাবালিকা একটি টোটোতে ওঠে । সেই সময়ে অন্য যাত্রীরাও ছিল টোটোতে। বাকি যাত্রীরা উঠলে টোটোর পিছনের সিটে বসা নাবালিকাকে টোটো চালক সামনের সিটে বসায়। পরে বাকি যাত্রীদের ধৃত টোটো চালক নামিয়ে দেওয়ার পর নিউটাউন এর বিভিন্ন রাস্তায় ঘোরায়। তারপর নাবালিকাকে লোহা ব্রিজের কাছে পরিত্যক্ত জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুন করে। সেই ঘটনা নিয়েই উঠেছিল ঝড়। কলকাতায় নারী নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন।
প্রসঙ্গত, হুগলির গুড়াপে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় ৫৫ দিনের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করা হয়েছিল। গত ২৪ নভেম্বর ওই শিশু সন্ধ্যাবেলা বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল । অন্যদিকে ফারাক্কার ধর্ষণ-খুনের ঘটনায় ৬২দিনের মাথায় সাজা শুনিয়েছিল আদালত। এবার নিউটাউনের ঘটনায় আদালত কি সাজা শোনায় সেই দিকেই নজর রয়েছে গোটা রাজ্যের।