WB Weather Update: টানা বৃষ্টিতে নামবে তাপমাত্রা! কি বলছে আবহাওয়া অফিস?

আবহাওয়া কলকাতা জেলা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানিয়েছে, বর্তমানে রাজ্যের আবহাওয়ায়(WB Weather Update) বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। দুইটি শক্তিশালী ওয়েদার সিস্টেম (Weather System) সক্রিয় রয়েছে, যার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টিপাত (Rainfall in Bengal) অব্যাহত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের হরিয়ানায় (Haryana) একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) অবস্থান করছে, অন্যদিকে নিম্নচাপ অক্ষরেখা (Low Pressure Trough) নাগাল্যান্ড (Nagaland) থেকে বিস্তৃত হয়েছে। এই আবহাওয়াজনিত কারণে দক্ষিণবঙ্গ (South Bengal) এবং কলকাতা (Kolkata Weather) সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি (Thunderstorm with Rain) ও দমকা ঝোড়ো হাওয়া (Strong Wind) বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের(WB Weather Update) পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে। অধিকাংশ জেলায় আবহাওয়া স্বাভাবিক (Weather Improvement) হবে, যদিও কিছু এলাকায় আকাশ মেঘলা (Cloudy Sky) থাকতে পারে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে, তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) দুর্যোগের পরিমাণ কমবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার হালকা বিক্ষিপ্ত বৃষ্টি (Scattered Rain) হতে পারে দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas), পূর্ব মেদিনীপুর (East Midnapore) ও পশ্চিম মেদিনীপুরে (West Midnapore)। তবে কোথাও ভারী বৃষ্টি (Heavy Rain) হওয়ার সম্ভাবনা নেই। এরপর থেকে পুরো সপ্তাহ জুড়ে আবহাওয়া শুষ্ক (Dry Weather) থাকবে।

দক্ষিণবঙ্গে টানা বৃষ্টির কারণে(WB Weather Update) তাপমাত্রা (Temperature Drop) কিছুটা কমবে। আগামী দু-তিনদিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস (3°C Temperature Drop) পর্যন্ত নামতে পারে। তবে এরপর আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে (Temperature Rise)। উত্তরবঙ্গের (North Bengal Weather) পরিস্থিতিও কিছুটা পরিবর্তিত হবে। দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), আলিপুরদুয়ার (Alipurduar) ও জলপাইগুড়িতে (Jalpaiguri) বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির (Light Rain with Thunder) সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনো আশঙ্কা নেই। তবে দার্জিলিং ও সিকিমে (Sikkim) সোমবার হালকা তুষারপাত (Light Snowfall) হতে পারে।