UFO Sighting in Jhansi: ঝাঁসিতে রহস্যময় উড়ন্ত বস্তু! ভিনগ্রহীদের যান নাকি কল্পনা?

দেশ

নিউজ পোল ব্যুরো: বিশ্বের নানা প্রান্তে মাঝেমধ্যেই আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস (Unidentified Flying Objects – UFO) দেখার খবর পাওয়া যায়। যদিও বিজ্ঞানীরা আজ পর্যন্ত এর উপস্থিতির কোনো প্রমাণ দিতে পারেননি, তবে সম্প্রতি ভারতের ঝাঁসির (Jhansi) এক কৃষকের দাবি নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। ঘটনাটি ঘটেছে(UFO Sighting in Jhansi) ঝাঁসির রাতোসা (Rathosa) গ্রামে। সেখানকার এক কৃষক রাজু লম্মারদার (Raju Lammardar) জানিয়েছেন, নিজের মাঠে কাজ করার সময় তিনি একটি অস্বাভাবিক বস্তু লক্ষ্য করেন। সেটির আকৃতি এবং নড়াচড়ার ধরন ছিল একেবারে অচেনা। রাজুর দাবি, তিনি যখন বস্তুটির কাছে যেতে থাকেন, সেটি ধীরে ধীরে নড়তে শুরু করে এবং কিছুক্ষণ পর সেটি আকাশে মিলিয়ে যায়।

এই ঘটনার(UFO Sighting in Jhansi) পর পুরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ কেউ মনে করছেন, এটি বহির্জাগতিক (extraterrestrial) কোনো বস্তু হতে পারে। আবার অনেকেই বলছেন, এটি কোনো অলৌকিক (supernatural) ঘটনা। রাজুর বর্ণনার ভিত্তিতে গ্রামবাসীরা এই দৃশ্যের ভিডিও ধারণ করেন এবং সেটি দ্রুতই সোশ্যাল মিডিয়া (social media) জুড়ে ভাইরাল হয়ে যায়। অনেকে একে ভিনগ্রহীদের যানবাহন হিসেবে দাবি করছেন, আবার কেউ কেউ একে সাধারণ কোনো বিমান বা ড্রোন বলে মনে করছেন। তবে এখনো পর্যন্ত এই রহস্যময় ঘটনার(UFO Sighting in Jhansi) কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা মেলেনি।বিশেষজ্ঞরা মনে করছেন, এটি হয়তো কোনো প্রাকৃতিক ঘটনা বা প্রযুক্তিগত ভুল বোঝাবুঝি হতে পারে। তবে UFO-র উপস্থিতি নিয়ে মানুষের কৌতূহল এবং জল্পনা যেন কমার নাম নিচ্ছে না।