নিউজ পোল ব্যুরো: আজই শেষ হচ্ছে ১৪৪ বছর পর হওয়া মহাকুম্ভ (Mahakumbh) মেলা। আজ বুধবারই চলতি বছরের মত শেষবারের জন্য পুণ্য স্নান করছেন সাধারণ মানুষ। সেই মহাকুম্ভ মেলা থেকে ফেরার পথেই ঘটল দুর্ঘটনা। বুধবার সকালে মহাকুম্ভ থেকে ফেরার সময় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) রাজ্যসভার সাংসদ মহুয়া মাঝি । কুম্ভ থেকে পুণ্যস্নান সেরে ফেরার পথেই দুর্ঘটনা ঘটেছে।
পুণ্যস্নান সেরে ফেরার পথে ঝাড়খণ্ডের লাতেহার জেলায় জাতীয় সড়কে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) রাজ্যসভার সাংসদ মহুয়া মাঝির গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে। তাতেই আহত হন জেএমএম সাংসদ। পুলিশ জানিয়েছে যে তাঁর বাম কব্জির হাড় ভেঙে গিয়েছে এবং তাকে রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাঝি তাঁর ছেলে এবং পুত্রবধূকে নিয়ে প্রয়াগরাজের মহাকুম্ভ (Mahakumbh) থেকে রাঁচিতে ফিরছিলেন । তথ্য অনুসারে, রাত আড়াইটার দিকে জাতীয় সড়ক-৭৫-এর হোটওয়াগ গ্রামের কাছে এই ঘটনা ঘটে। সদর থানার ইনচার্জ দুলার চৌধুরী জানিয়েছেন যে দুর্ঘটনার পর নেত্রীকে তাৎক্ষণিকভাবে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস রেফার করা হয়। ঝাড়খণ্ডের রাজ্যসভার সাংসদ তাঁর ছেলে এবং পুত্রবধূকে নিয়ে প্রয়াগরাজ থেকে রাঁচিতে ফিরছিলেন।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/26/body-found-in-kolkata-body-of-young-man-recovered/
পুলিশ জানিয়েছে ট্রাকের সঙ্গে সংঘর্ষের ফলে দুমড়েমুচড়ে গিয়েছে গাড়ির সামনের অংশ । দুর্ঘটনার খবর পেয়েই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়েরা। দুর্ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “মাননীয় রাজ্যসভার সাংসদ এবং বর্ষীয়ান জেএমএম নেত্রী শ্রীমতী মহুয়া মাঝি এবং তাঁর পরিবারের সদস্যরা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে। আমি মারাং বুড়ুর শ্রীমতী মহুয়াজি এবং তাঁর পরিবারের দ্রুত আরোগ্য কামনা করছি।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/