নিউজ পোল ব্যুরো: ইন্ডোরে আজ হচ্ছে তৃণমূলের মেগা বৈঠক। এখান থেকেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের রোড ম্যাপ তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে এদিনের বক্তৃতা (Abhishek Banerjee in Netaji Indoor) শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুরুতেই টানলেন সন্দেশখালির প্রসঙ্গ। এক যোগে নিশানা করলেন বিজেপি-সিপিএমকে। সেই সঙ্গেই আনলেন কেন্দ্রের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনার অভিযোগ।
এদিনের সভা থেকে থেকে শুরু থেকেই অভিষেকের নিশানায় ছিল বিজেপি। প্রতি কথায় তুলে ধরেছেন বিজেপির ব্যর্থতা। তৃণমূলের সর্বভারতীয় সভাপতি বলেছেন, বাংলাকে বঞ্চনার করার জন্যই বিজেপির আসন ১৮ থেকে কমে ১২ হয়েছে। কেন্দ্রের বিরুদ্ধে এনেছেন ১০০ দিনের বকেয়া টাকা না দেওয়ার অভিযোগ। সেই সঙ্গেই তাঁর বিজেপিতে যাওয়া নিয়ে যে জল্পনা চলছে তা নিয়েই দিয়েছেন সাফ জবাব। অভিষেক বললেন, ‘আমার গলা কেটে দিলেও বিজেপিতে যাব না, গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বেরাবে।’ এমনকি তিনি এটাও জানিয়েছেন বুকের রক্ত দিয়ে তিনি বাংলাকে আগলে রাখবেন। সেই সঙ্গেই অন্য দল তৈরির যে জল্পনা তৈরি হয়েছিল তাতে জল ঢেলে অভিষেক বলেলেন, অন্য কোনো দল হচ্ছে না। তিনি একটাই দল করেন তা হল তৃণমূল কংগ্রেস।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/02/27/rang-mistry-accused-of-molesting-minor-in-new-town/
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অভিষেক (Abhishek Banerjee in Netaji Indoor) একই সঙ্গে সিবিআই-এর চার্জশিটে নাম থাকা নিয়েও এদিন মুখ খুলেছেন তৃণমূলের যুবরাজ। বললেন, “খবরে দেখাচ্ছে, আমার বিরুদ্ধে নাকি সিবিআই চার্জশিট দিয়েছে। দু’জায়গায় খালি আমার নাম লিখেছে। কে অভিষেক, বাড়ি কোথায়, কোনও পরিচয় লেখা নেই। সিবিআই ভাববাচ্যে কথা বলছে। ওদের অবস্থাও বিজেপির মতো। এই ভয় আমার ভালো লেগেছে।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/