Ahiritola Ghat : কলকাতায় ফের চাঞ্চল্যকর ঘটনা, আহিরীটোলা ঘাট থেকে উদ্ধার ভেসে আসা দেহ

breakingnews অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরোঃ উত্তর কলকাতার আহিরীটোলা ঘাট (Ahiritola Ghat) এখন যেন খবরের খনি হয়ে গিয়েছে। দু’দিন আগেই উদ্ধার হয়েছে ট্রলিবন্দি এক মহিলার কাটা দেহ। সেই ঘটনার রেশ এখনও চলছে। উঠেছে আসছে মহিলা খুনে একের পর এক চাঞ্চল্যকর সব তথ্য। এই আবহেই ফের শিরোনামে গঙ্গার এই ঘাট। উদ্ধার হয়েছে গঙ্গায় ভেসে আসা এক দেহ। যাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শোভাবাজার আহিরীটোলা (Ahiritola Ghat) চক্র রেল স্টেশনের সামনের ঘাটে মৃতদেহ উদ্ধার হয়েছে। গঙ্গার জলে ভেসে আসছিল এই দেহ। বৃহস্পতিবার ৮:৪৫ নাগাদ নিমতলা শ্মশানের কর্মীরা এবং স্থানীয় দায়িত্বপ্রাপ্ত পুলিশরা এই মৃতদেহ উদ্ধার করে। এই দেহ উদ্ধারকে ঘিরেই নতুন করে উত্তাপ বৃদ্ধি পেয়েছে। পুলিশ দেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। কার দেহ কিভাবে গঙ্গায় ভেসে এল তা কিছুই জানা যায়নি। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে ।

আরও পড়ুনঃ https://thenewspole.com/2025/02/27/theft-at-barasat-due-to-mahasnan-of-mahakumbh/

এই প্রসঙ্গে উল্লেখ্য, আহিরীটোলা ঘাট থেকেই উদ্ধার করা হয়েছিল সুমিতা ঘোষ নামে এক মহিলার দেহ। এই ঘটনায় মা-মেয়েকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হলে বারাসত আদালত তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ সূত্রে খবর , পিসিশাশুড়িকে খুনের পর ‘খুনি’ ফাল্গুনী নাকি তার মা আরতি ঘোষকে নিয়ে বউবাজারে গিয়েছিল । দিয়েছিল ৫০ হাজার টাকার গয়নার অর্ডার। এমনকি মৃত সুমিতাদেবীর টাকাতেই এই গয়না অর্ডার করেছিল ফাল্গুনী। পুলিশ অনুমান করছে সম্পত্তি ও সোনার গয়নার লোভেই খুন করা হয়েছে। তারপর দেহ লপাটের পরিকল্পনা করে। কিন্তু আহিরীটোলা (Ahiritola Ghat) ঘাটে ভাসাতে এসেই ধরা পরে যায় মা ও মেয়ে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/