PM Modi Degree: প্রকাশ্যে আসছে মোদীর শিক্ষাগত যোগ্যতা, তথ্য দেখাতে রাজি বিশ্ববিদ্যালয়

breakingnews আইন দেশ

নিউজ পোল ব্যুরো: প্রধানমন্ত্রীর ডিগ্রি (PM Modi Degree) বিতর্কে নয়া মোড়। ‌আদালতকে পড়ুয়াদের নথি দেখাতে রাজি হল দিল্লি বিশ্ববিদ্যালয় (Delhi University)। বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে (Delhi High Court) এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সলিসিটার জেনারেল তুষার মেহতা। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, ১৯৭৮ সালের কলা বিভাগের একটি ডিগ্রির কথাও উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুনঃ Anubrata Mondal: কাজল শেখকেও নিতে হবে, ‘আদরের কেষ্ট’কে নির্দেশ মমতার

১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁর ডিগ্রিকে (PM Modi Degree) কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মামলা চলছে হাইকোর্টে। নীরজ কুমার নামের জনৈক আরটিআই কর্মী দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে প্রথমে এই বিষয়ে জানতে চান। তিনি ১৯৭৮ সালের স্নাতক স্তরের সমস্ত পড়ুয়ার নাম, রোল নম্বর এবং প্রাপ্ত নম্বর জানতে চেয়েছিলেন। পাশ-ফেলের তালিকাও চেয়েছিলেন তিনি। তবে বিশ্ববিদ্যালয় সে দাবি নস্যাৎ করে দেয়।

বাধ্য হয়েই কেন্দ্রীয় তথ্য কমিশনের দ্বারস্থ হষ নীরজ। তাঁর আবেদনের ভিত্তিতে কমিশন ১৯৭৮ এর সমস্ত তথ্য প্রকাশ করার নির্দেশ দিলে হাইকোর্টে মামলা দায়ের করে দিল্লি বিশ্ববিদ্যালয়। আর এই মামলার প্রথম শুনানিতেই কমিশনের নির্দেশে স্থগিতাদেশ জারি করা হয় আদালতের তরফে। তবে শেষমেশ বৃহস্পতিবার সলিসিটার জেনারেল তুষার মেহতা জানিয়ে দিলেন যে আদালতের কাছে পড়ুয়াদের আভ্যন্তরীণ তথ্য জানাতে আপত্তি নেই আদালতের।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

প্রধানমন্ত্রীর ডিগ্রি (PM Modi Degree) বিতর্ক শুরু থেকেই সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে। এর আগে জানুয়ারিতে মামলার আগের শুনানিতে তুষার মেহতা জানিয়েছিলেন, শুধুমাত্র কারো ব্যক্তিগত কৌতূহল মেটানো আরটিআই আইনের উদ্দেশ্য নয়। তিনি বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ে যে পড়ুয়াদের সমস্ত তথ্য রাখা থাকা সেটি একটি বিশ্বাসের জায়গা থেকে। কোনো অপরিচিত ব্যক্তি আইনের দোহাই দিয়ে তা জানতে পারেন না।