SVF Production Company: প্রসেনজিৎ,শুভশ্রী,দেবের নতুন লুক, উন্মোচিত হতে চলেছে একাধিক চমক!

বিনোদন

নিউজ পোল ব্যুরো: ২০২৫ সালের শুরুতেই এসভিএফ প্রযোজনা সংস্থা (SVF Production Company) তাদের পরিকল্পনা ঘোষণা করে আবারও টলিপাড়ায় (Tollypara) হইচই ফেলেছে। আগামী শুক্রবার সন্ধ্যায় হইচই এবং এসভিএফ (SVF Production Company) একসঙ্গে তাদের নতুন কাজের ঘোষণা করবে,যার নাম রাখা হয়েছে ‘গল্পের পার্বণ ১৪৩২’। এর মধ্যেই টলিপাড়ার (Tollypara) অন্দরে শুরু হয়েছে আলোচনা,কী কী চমক অপেক্ষা করছে দর্শকদের (Viewer) জন্য?

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/27/sonakshi-sinha-body-confidence-fitness-journey/

এ বছর সোনাদার ‘শেষ অভিযান’ এর পর আবারও ফিরছেন নতুন এক অভিযানে,যার নাম হতে পারে ‘সপ্তডিঙার গুপ্তধন’। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের (Dhruva Banerjee) পরিচালনায় এই ছবিটি হতে চলেছে কর্ণসুবর্ণের গুপ্তধন-এর পরবর্তী পর্ব। সূত্রের খবর, নির্মাতারা এবার এই ছবির মাধ্যমে জাতীয় পর্যায়ের দর্শকদের কাছে পৌঁছতে চান। আশা করা হচ্ছে,ছবির ফার্স্ট লুক শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত হতে পারে।

অন্যদিকে,ধ্রুব বন্দ্যোপাধ্যায় বর্তমানে দেবের ‘রঘু ডাকাত’ ছবির কাজ করছেন। এর আগেও দর্শক দেবের (Dev) দুটি লুক দেখেছেন,যা তাদের কৌতূহল (Curiosity) আরও বাড়িয়ে দিয়েছে। তবে শুক্রবার সন্ধ্যায় এই ছবির নতুন লুক (New Look) প্রকাশ (Disclosure) করা হতে পারে,যা আবারও আলোচনার বিষয় হতে চলেছে। টলিপাড়ার (Tollypara) আরেক আলোচিত নাম পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee),যিনি একাধিক জনপ্রিয় ওয়েব সিরিজ (Web Series) পরিচালনা করেছেন। এই বছর পরমব্রত আরও বেশ কিছু নতুন কাজ নিয়ে আসছেন এবং সন্ধ্যায় অনুষ্ঠানের সঞ্চালনার (Conduct) দায়িত্বও তার কাঁধে থাকবে। তবে তার সঞ্চালনাতেও রয়েছে নাকি অন্য এক চমক।

আরও পড়ুন:https://thenewspole.com/2025/02/27/rakhi-sawant-investigation-controversial-comments/

এ বছর শেষেই প্রযোজনা সংস্থা এসভিএস-এর (SVF Production Company) ‘সন্তান’ ছবিতে দর্শক শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে (Subhasree Gangopadhyay) দেখেছেন,আর তারপর থেকেই শুভশ্রীর নতুন কাজ নিয়ে আলোচনা শুরু হয়েছে। আজ সন্ধ্যায় তার নতুন প্রকল্পের ঘোষণা হতে পারে যা দর্শকদের জন্য এক চমক। সেটি চলচিত্রও (Movies) হতে পারে আবার ওয়েব সিরিজও (Web Series)হতে পারে,তা এখনও স্পষ্ট নয়।

শুক্রবারের সন্ধ্যায় আরও বড় চমক হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। কিছুদিন আগে জানা গিয়েছিল,চন্দ্রাশিস রায়ের (Chandrashis Roy) পরিচালনায় বড় পর্দায় ফিরছে ‘কাকাবাবু’। প্রসেনজিৎ কাকাবাবুর চরিত্রে থাকলেও,সন্তুর চরিত্রে থাকছেন অর্ঘ্য বসু রায়। সন্ধ্যায় ছবিটির প্রথম পোস্টার (Poster) প্রকাশিত হতে পারে,যা নিঃসন্দেহে এক বড় চমক হয়ে দাঁড়াবে।

এসব ঘোষণার পাশাপাশি আরও একাধিক চমক অপেক্ষা করছে,যা প্রকাশের আর মাত্র কিছু ঘণ্টার অপেক্ষা। টলিপাড়ার (Tollypara) এই দারুণ সাফল্য এবং উন্মুক্ত চমক দর্শকদের জন্য নিশ্চিতভাবে একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা হতে চলছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/