RRB Group D Exam: ভারতীয় রেলে মাধ্যমিক পাশে চাকরির সুযোগ। করেছেন ফর্ম ফিলাপ?

দেশ

নিউজ পোল ব্যুরো: শনিবার শেষ হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) -এর গ্রুপ ডি পরীক্ষার (RRB Group D Exam) ফর্ম ফিলাপ (Form Fillup) প্রক্রিয়া। যারা সরকারি চাকরি (Government Job) খুঁজছেন তাদের জন্য আবেদন করার শেষ সুযোগ আজ। মোট ৩২ হাজার ৪৩৮টি শূন্যপদে (Vacancy) কর্মী নিয়োগ (Recruitment) করা হবে। তবে শূন্যপদ আর‌ও বাড়তে পারে। সপ্তম পে কমিশনের (7th Pay Commission) অধীনে ১৮ হাজার টাকা বেতন পাবেন যোগ্য প্রার্থীরা। এর সঙ্গে থাকবে বিভিন্ন ভাতা (Allowance)। আবেদন করতে আগ্রহীদের আর‌আরবির অফিসিয়াল ওয়েবসাইট http://rrbapply.gov.in-এ গিয়ে আবেদনপ জমা করতে হবে। তবে ফর্ম ফিলাপের শেষ তারিখ আজ হলেও আবেদন ফি জমা করা যাবে ৩ মার্চ পর্যন্ত।

আরও পড়ুন: Engineering Colleges in west Bengal: বাংলায় সেরা ৬ ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকা!

RRB গ্রুপ ডি (RRB Group D Exam) ফর্ম ফিলাপের জন্য জেনারেল প্রার্থীদের ৫০০ টাকা ফি দিতে হবে। PWD, মহিলা, ট্রান্সজেন্ডার এবং প্রাক্তন সৈনিক শ্রেণীর প্রার্থীদের পাশাপাশি SC/ST, সংখ্যালঘু সম্প্রদায় এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর প্রার্থীদের ২৫০ টাকা ফি দিতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ২৩ জানুয়ারি থেকে। যা শেষ হচ্ছে আজ। আবেদনপত্রে সংশোধন করা যাবে ১৩ মার্চ পর্যন্ত। আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ১৮ থেকে ৩৬ এর মধ্যে হতে হবে। তবে সংরক্ষণের আওতায় থাকা আবেদনকারীদের ক্ষেত্রে বয়সে ছাড় রয়েছে। মাধ্যমিক পাশেই আবেদন করা যাবে এই পদে। তবে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কী হওয়া প্রয়োজন তা বিশদে জানানো হয়েছে আরআরবি ‘র ওয়েবসাইটে।

আরও পড়ুন: Scholarship: ফুলব্রাইট প্রোগ্রামের ভবিষ্যৎ অনিশ্চিত! যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বিভ্রান্তি

ইচ্ছুক প্রার্থীরা কীভাবে তাদের আবেদনপত্র (RRB Group D Exam) সফলভাবে জমা দেবেন? এক নজরে দেখে নেওয়া যাক

প্রথমে RRB-এর অফিসিয়াল ওয়েবসাইট http://rrbapply.gov.in-এ যেতে হবে।
RRB Group D Exam ‘নতুন আবেদন লিঙ্ক’(New Application)-এ ক্লিক করতে হবে।
এটি লগ ইন উইন্ডোতে (Login Window) ফিরিয়ে নিয়ে যাবে যেখানে প্রার্থীদের নিজেদের রেজিস্ট্রার (Register) করতে হবে।
রেজিস্ট্রেশনের (Registration) জন্য প্রার্থীদের তাদের নাম, জন্ম-তারিখ, বাবার নাম, মায়ের নাম, আধার নম্বর এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য লিখতে হবে।
সফলভাবে রেজিস্ট্রেশনের পর আবেদনপত্র পূরণের কাজ শুরু হবে।
আবেদনপত্র পূরণের পর প্রয়োজনীয় নথি-পত্র আপলোড করতে হবে, আবেদন ফি জমা করে সবকিছু দেখে নিয়ে ফাইনাল সাবমিশন করতে হবে।
ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্রের একটি প্রিন্টআউট নিয়ে রাখতে হবে প্রার্থীদের অবশ্যই।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

আপলোড করার জন্য প্রয়োজনীয় নথিপত্র:
প্রার্থীদের তাদের ছবি এবং স্বাক্ষর নিম্নলিখিত আকারে আপলোড করতে হবে।

প্রার্থীর ছবি: ২০ থেকে ৫০ কেবি আকারের জেপিইজি ছবি
প্রার্থীর স্বাক্ষর: ১০ থেকে ৪০ কেবি আকারের জেপিইজি ছবি
SC/ST সার্টিফিকেট: ৫০ থেকে ১০০KB আকারের JPEG ছবি