নিউজ পোল ব্যুরো: বাংলাদেশের রাজনীতিতে (Bangladesh Politics) শুরু হয়েছে এক নয়া অধ্যায়। শুক্রবার ঢাকার মানিক মিয়াঁ অ্যাভিনিউয়ের মঞ্চে আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক পার্টি বা ন্যাশনাল সিটিজেনস পার্টির (NCP)। এই আত্মপ্রকাশের মঞ্চ থেকেই দেশবাসীর উদ্দেশ্যে এক কড়া হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সাফ কথা, ভারতপন্থী কিংবা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো জায়গা নেই বাংলাদেশে।
আরও পড়ুনঃ Uttarakhand: বদ্রীনাথে ভবয়াবহ তুষারধস, বরফের নিচে আটকে ৪৭ জন শ্রমিক
শুক্রবার ঢাকায় জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ বাংলাদেশের রাজনীতির (Bangladesh Politics) ইতিহাসে নিঃসন্দেহে এক মোড় ঘোরানো ঘটনা। এদিন গীতা, কোরান এবং বাইবেল পাঠ করে পথ চলা শুরু হয় নতুন রাজনৈতিক দলটির। অর্থাৎ ধর্মনিরপেক্ষতাই যে তাদের প্রধান হাতিয়ার কার্যত সেটাই বুঝিয়ে দিয়েছে দলটি। দলের আহ্বায়ক নাহিদ এদিন কোনো রাখঢাক না রেখেই দাবি করেন, দেশকে নতুন করে নির্মাণ করবে তাঁদের দল।
নাহিদকে দলের আহ্বায়ক বেছে নেওয়ার পাশাপাশি ১৫১ জন সদস্যের একটি কমিটির কথা ঘোষণা করা হয়েছে। এছাড়া দলে শীর্ষ পদের সংখ্যা ১০টি। এই দলের আহ্বায়ক হিসেবে নাহিদ এদিন বলেন, “সামনের কথা বলতে চাই আমরা। ইতিহাস পেরিয়ে সম্ভাবনাময় বাংলাদেশের কথা জানাতে চাই। বাংলাদেশকে ভাগ করা কখনওই যাবে না।’’ আরো যোগ করেন, “বাংলাদেশ এবং সকল দেশবাসীর স্বার্থকে সামনে রেখে আমরা কাজ করব।’’
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
বাংলাদেশের রাজনীতিতে (Bangladesh Politics) অতীতে যে ধারা দেখা গিয়েছিল তা যে চুকে বুকে গিয়েছে সেটাও শুক্রবারের মঞ্চ থেকে স্পষ্ট করে দেন নাহিদ। তাঁর বক্তৃতায় একদিকে যেমন ১৯৪৭ পূর্ববর্তী ব্রিটিশ আমল কিংবা ১৯৭১ এর মুক্তিযুদ্ধের কথা ফুটে উঠেছে, তেমনিই সাম্প্রতিক কালে শেখ হাসিনার শাসনকালের কথাও তুলে ধরেন। “গত ১৫ বছর দেশে একটি নিষ্ঠুর ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম হয়েছিল, যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতাসীন দলের স্বার্থে বেপরোয়া ভাবে ব্যবহার করে ধ্বংস করা হয়েছে গণতন্ত্রকে।’’ এই কথা বলে তাঁর দাবি, এমন এক বাংলাদেশ চাই যেখানে প্রতিশোধের বদলে ন্যায়বিচার এবং পরিবারতন্ত্রের বদলে মেধা এবং যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে।